তখন ভার্সিটির শেষ দিকে। ব্যাচেলরের থিসিস নিয়ে ব্যাস্ত ছিলাম।কোন এক ভোর রাতে মাথায় আসে ব্লগিংয়ের (যদিও এর আগে থেকেই ফেসবুকে লিখালিখি করি)। ব্যাস, বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগিং সাইট সামহোয়্যারইন ব্লগে খুলে ফেলি একটা আইডি। আলমগীর জনি, এই নামে। ২০১৮ সালের নভেম্বর মাসের কোন এক তারিখে শুরু আমার ব্লগ জীবনের।
এই পর্যন্ত মোট পোস্ট করি ৫২ টি।যেখানে আমি মন্তব্য পেয়েছি ৪৪৩ টি। আমাকে ব্লগে অনুসরণ করছেন মাত্র ১২ জন মানুষ। কিন্তু এই ১২ জন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
সামহোয়্যারইন ব্লগে আমার কিছু লিখা পাবেন যেগুলো "নির্বাচিত " ক্যাটাগরিতে পাওয়া যাবে। যা আমার কাছে অত্যন্ত সম্মানের।
ওহ আসল কথাই বলা হয় নি। যে কথা বলার জন্য এই লিখা। সামহোয়্যারইন ব্লগে আমার ব্লগটি প্রায় ১০০০০ (দশ হাজার ) বার দেখা হয়েছে! এই সংখ্যাটা খুব অল্প হতে পারে কিন্তু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। ভালোবেসে আমার লিখা পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই সংখ্যা একদিন অনেক বেড়ে যাবে। শুভকামনা জানাবেন।
আমার ব্লগঃ
https://www.somewhereinblog.net/blog/alamgirjony
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ বিকাল ৩:৪২