এ রাত কিছুতেই উরসুলার হতে পারে না ,
এই রাত এরিয়েলের ।
অথবা
এই রাত এক বাদামী সিংহের রাত ।
*স্কাইপের ওপাশে___ অন্যমনস্ক শরৎ
view this link
*আবার আসব ফিরে কাকাতুয়ার বেশে___অরুনি মায়া অনু
view this link
*বারান্দার কান্না___নোমান প্রধান
view this link
আমরা যাইনি ম'রে আজো--তবু কেবলি দৃশ্যের জন্ম হয়;
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্নার প্রান্তরে;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন--এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।
আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়;
বিষণ্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো--ঘুমে--ঘেয়ো
কুকুড়ের অস্পষ্ট কবলে
হিম হ'য়ে ন'ড়ে গেল ও-পাশের পাইস্-রেস্তরাঁতে,
প্যারাফিন-লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে
সময়ের প্রশান্তির ফুঁয়ে;
এইসব ঘোড়াদের নিওলিথ-স্তব্দতার জ্যোৎস্নাকে ছুঁয়ে ।
-জীবনানন্দ দাশ
*নরকের ঘাতক___সনেট কিংবা বৃত্ত
view this link
*একটি নিউজপ্রিন্টের কবিতা এবং একজন পতিতা___রোদ বৃষ্টি কাব্য
view this link
*অহিফেন নিদ্রা___রমিত
view this link
*বিদ্রোহী ভৃগুর "স্বপ্ন ব্যবচ্ছেদ...." এর জবাবে___আহমেদ জী এস
view this link
*প্রস্তর সময়েই ফিরে___মুনসী১৬১২
view this link
*শোক দিবসের কবিতাঃ পিতৃহত্যার পাপ ___রেজওয়ান মাহবুব তানিম
view this link
ফুলভাবে ফুটছে শিমুল
নতভাবে জাগছে বিকেল
জ্যামুক্ত নক্ষত্রগুলি ফিরে আসছে এই পৃথিবীতে
পূর্বস্থলীর মঠে গান গাইছে সন্ন্যাসিনীদল
আজ অনেক বছর পর
আমিও দেখছি চেটে সবুজ তামার ক্ষার
এবং সকলে জানো ওইখানে জ্বলে নেভে কটু ও লবণ
লাবণ্যসিন্ধুর নুন।
- উৎপলকুমার বসু
*যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়___দিশেহারা রাজপুত্র
view this link
*- অসময়ের অসম্পূর্ণ অগোছালো অকবিতাসব।___বোকা মানুষ বলতে চায়
view this link
*কোরাসের রঙ___মানসী
view this link
*এনিমেল ব্রীজ, ওয়াইল্ড লাইফ ক্রসিং আর সুন্দরবন ভাবনা!!!!!!!!!!!!!!!!___বিদ্রোহী ভৃগু
view this link
*কুড়িটা বছর অস্থির হয়ে আছি এবং মনুষ্যরূপ ব্যাঘ্ররাক্ষস___অদৃশ্য
view this link
*কবিতা: প্রহর।___সুমন কর
view this link
সৌন্দর্য?
পারতাম বটে তাকে ভালবাসতে- দেবী তিনি অমরা।
কাঞ্চন?
ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ঈশ্বরকে।
বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কী ভালবাসো তুমি?
আমি ভালবাসি মেঘ,…..চলিষ্ণু মেঘ…….
উঁচুতে……..ঐ উঁচুতে……..
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।
-মূলঃ শার্ল বোদলেয়ার। অনুবাদ – বুদ্ধদেব বসু
*বৃষ্টিস্নাত মধ্যরাত আর অচেনা শহরের গল্প !___শূন্যভুবনের মেহেদী
view this link
*কৈফিয়ত___অনর্থদর্শী
view this link
*স্ট্রিট অব ড্রিম___তাসলিমা মিতু
view this link
*জানালার অন্যপাশে তুমি ছিলে___দিশেহারা রাজপুত্র
view this link
*মৃত্যু ক্ষুধা___এন ইসলাম রনি
view this link
*কথপকথন___কবি রাকিবুল ইসলাম
view this link
*কবিতা___কবি সুজন শান্তনু
view this link
সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।
- জয় গোস্বামী
*বিশ্ময়ী তৈলচিত্র___সঞ্চারিণী
view this link
*কবিত্ব... ___নির্বাসিত শব্দযোদ্ধা
view this link
*** সংকলন কবিতার সংগ্রহ মাত্র , কখনই মাপকাঠি নয়।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯