আপন দেশে চল
দিনের আলো নিভে গেল, রঙের দোকান তোল
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
এইবার তোমার আপন দেশে চল
ভবের হাতে দোকান দিয়ে করলি বেচাকেনা
লাভ হইলোনা হইলো কেবল আসলে তে দেনা,
মহাজনের হিসাব দিবার সময় বয়ে গেল
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
এইবার তোমার আপন দেশে চল
মেলাতে এক রূপকুমারী তোর দোকানে এলো
রূপের মায়ায় ভুলাইয়া সকল হরে নিল,
রূপের মায়ায় ভুলের নেশায় যা হবার তাই হলো
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
এইবার তোমার আপন দেশে চল
রসিক বলে হিসাব দেবার নেইতো কিছু আর
সার কেবল সেই গুরুর চরন ধর গিয়ে তার
গুরুর চরন মাথায় নিয়ে ভবপারে চল
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
এইবার তোমার আপন দেশে চল
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০