এই সময়ের৩৬ জন লেখকের লেখা নিয়ে আগামী একুশে বইমেলায় আসছে মায়মুনা লীনা সম্পাদিত ৬৬৪ পৃষ্ঠার পুরাই ব্যতিক্রমী অণুগ্রন্থ সংকলন "অক্ষর"। অণুগ্রন্থ সংকলন শুনে হয়ত অনেকে চোখ বড় বড় করে ভাবছেন এটা আবার কি! অণুগ্রন্থ সংকলন ব্যাপারটা আমার কাছেও
অজানা ছিল, এই সংকলনের সাথে জড়িত হওয়ার সুবাদে জানা হল সাহিত্যের এক নতুন প্রয়াসের সাথে। অণুগ্রন্থ হল ছোট বই, আর কয়েকটা ছোট ছোট বই মিলে যে বড় বই হয় সেটা হল অণুগ্রন্থ সংকলন। এরকম ছত্রিশজন লেখকের ছত্রিশটি ছোট বই নিয়ে এই একটি বড় বই হল "অক্ষর"।
এই বড় বইয়ের ভিতর গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা, আলোকচিত্র সবই আছে। এখানে এমন কিছু লেখক আছেন যারা একেবারেই নিরব যারা নীরবে একা একা লিখে যান এবং নবীন লেখক আই মিন তাদের লেখা কখনো কোথাও প্রকাশিত হয়নি, আছে আবদুর রাজ্জাক শিপন, তারেক অণু, ফারহান দাউদ, মাইনুল এইচ সিরাজী, মাসুদ সজীব, ঈশান মাহমুদের মত ব্লগারদের লেখা, আছে জিনাত জোয়ার্দার রিপা'র মত ফেইসবুক সেল্ব্রেটির লেখা। সবকিছু মিলিয়ে এক ভিন্ন স্বাদের লেখা সমৃদ্ধ এক মলাটের ভিতর গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা,
আলোকচিত্রের এক মিলন্মেলা। আশা করছি পাঠকের ভালো লাগবে। গল্প ভালো না লাগলে, কবিতা ভালো লাগবে। কবিতা ভালো না লাগলে গল্প ভালো লাগবে। গল্প-কবিতা কোনটা ভালো না লাগলে ভ্রমন কাহিনী ভালো লাগবে। ভ্রমন কাহিনী ভালো না লাগলে প্রবন্ধ ভালো লাগবে, প্রবন্ধ
ভালো না লাগলে স্মৃতিকথা ভালো লাগবে, কোন কিছুই যদি ভালো না লাগে তাহলে আলোকচিত্র ভালো লাগবে। এর মানে পাঠকের ভালো না লাগার কোন রাস্তা সম্পাদক মায়মুনা লীনা খোলা রাখেননি।
নোটঃ এই সময়ের তুখোড় ৩৬ জন লেখকদের অসাধারণ সব লেখার মাঝখানে এই অধমের "প্রাচীন গ্রন্থের ভিতর লুকিয়ে থাকা বাতাবিলেবুর ঘ্রাণ" নামের একটা অণুগ্রন্থ আছে, যে অণুগ্রন্থে নয়টা পিচ্ছি পিচ্ছি গপ আছে।
___________________
বইয়ের নাম :অক্ষর
লেখক :৩৬ জন লেখক
প্রকাশক : সিঁড়ি প্রকাশন
প্রচ্ছদ: রেহেনা পারভীন
মূল্য : ১০০০ টাকা
বইয়ের ধরণ :অণুগ্রন্থ সংকলন
ফেসবুক পেজ Click This Link
প্রাপ্তি স্থান : সিঁড়ি প্রকাশন এর স্টলে।
রকমারী মূল্য : ১০০০ (25% ডিসকাউন্ট) [ এখন পাওয়া যাচ্ছে]
__________________________
লেখকদের তালিকা: অপরাহ্ণ সুসমিতো, অভীক দত্ত, আতিক খান, আবদুর রাজ্জাক শিপন, ইমন চৌধুরী, ঝুমুর রায়, তানভীর শাহরিয়ার রিমন, তারেক অণু, তন্ময় দে, ফারহান দাউদ, মাইনুল এইচ সিরাজী, মাসুম আহমদ, মাসুদ সজীব, মাহমুদা আজরা পুতুল, মোহাম্মদ আরিফুল হক, রীতা রায় মিঠু, রোকেয়া লিটা , শামা আরজু , শিরীন সুলতানা সমপা, শোয়েব আমান, সামিও রহমান, সুমন সুপান্থ, সুশান্ত পাল, হাসান মোরশেদ,মায়মুনা লীনা,অপূর্ব সোহাগ, আদিল আবীর, ঈশান মাহমুদ, জাবেদ এ ইমন, জিনাত জোয়ার্দার রিপা, নাজমা নাজু, রকিবুল ইসলাম মুকুল, র. ইসলাম শিমুল, লোপামুদ্রা মহাজন, সজল ছত্রী, সৈয়দ মুনতাসির মামুন, নাজমুল পাপ্পু !
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১