ধর্মগ্রন্থ
হঠাৎ এক ভয়ঙ্কর ভূমিকম্পে পৃথিবীর প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেল। শুধু টিকে থাকলো একটি মাত্র ধর্মগ্রন্থ আর প্রতিটি ধর্ম থেকে একজন করে ধর্মযাজক। অতঃপর প্রত্যেক ধর্মযাজকই দাবী করে বসলেন টিকে থাকা ধর্মগ্রন্থটি হল তার ধর্মের।
বান্ধবী-১
আমাকে খুব নৃশংসভাবে খুন করা হল। আমাকে কবর দেয়ার পর আমার খুব কাছের এক বান্ধবী আমার লাশ কবর থেকে তুলে এনে তার ব্যক্তিগত আলমিরায় লুকিয়ে রেখে দিল। তারপর থেকেই আমি আমার বান্ধবীর সাথে বসবাস করছি, যে বান্ধবী আমার খুনের রহস্য জানে।
বান্ধবী-২
আমার প্রিয় বান্ধবী ঠোঁটের ডগায় প্রেম নিয়ে আমার একলা ঘরে এসেছিল। আমি সেটা না বুঝার কারণে বান্ধবী জিদ করে তার ঠোঁটের ডগা থেকে প্রেম হাতে নিয়ে দিল এক কোপ। বান্ধবীর প্রেমের কোপে আমি সেদিন দ্বিতীয়বারের মত খুন হলাম।
এক টাকার জীবন
মাত্র এক টাকার জীবন আমার। পঁচিশ পয়সা খরচ হল কলম, খাতা আর বই কিনায়, পঁচিশ পয়সা খরচ হল লেইস ফিতা, আলতা আর শাড়ি কিনতে, পঁচিশ পয়সা খরচ হল মাছ, মাংস আর চাল কিনতে। বাকি পঁচিশ পয়সা পকেটে নিয়ে ভ্যাগাবন্ড হয়ে ঘুরছি একটা লাটি, একটা তসবি আর একটা চশমা কিনব বলে।
খুন
মেয়েটা কিভাবে কাঁদতে হয় সেটা ভালো করে জানেনা, কাঁদার সময় সে শুধু ফোঁপায়, ফোঁপাতে ফোঁপাতে তার দম বন্ধ হয়ে আসে। তাকে আমি এত বেশী কাঁদালাম, কাঁদতে কাঁদতে এক সময় দম বন্ধ হয়ে সে মারা গেল। আর সবাই ভাবলো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
_________________________________
তিন লাইনের গপ-০১
তিন লাইনের গপ-০২
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৪