শিক্ষা বিষয়ক একটি মাসিক ম্যাগাজিনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের নিকট হতে লেখা আহ্বান করা যাচ্ছে।
লেখার বিষয়সমূহ হলোঃ
ছড়া- ১০০ শব্দ
কবিতা- ১০০ শব্দ
ছোটগল্প- ৩০০ শব্দ
রম্য উপন্যাস
মজার প্রশ্ন- ২০ শব্দ
ক্ষুদে সংবাদ- ২০০ শব্দ
ভবিষ্যৎ স্বপ্ন- ১০০ শব্দ
শিক্ষা বিষয়ক মতামত বা লেখা- ৪০০ শব্দ
লেখা পাঠানোর ঠিকানাঃ
Gefera, ৮/এ, ৮/বি নিলক্ষেত বাবুপুরা
দোকান নং- ১৪৪, ১৫৪-১৫৭
গাউসুল আজম সুপার মার্কেট, ২য় তলা, নিলক্ষেত, ঢাকা-১২০৫
লেখা পাঠানোর Email ঠিকানা : magazine@gefera.com
লেখা পাঠানোর শেষ তারিখ : ২৫/০৬/২০১৩ ইং
বিঃ দ্রঃ নাম, ঠিকানা,জন্ম তারিখ, শিক্ষা এবং প্রতিষ্ঠান তথ্য ইত্যাদি উল্লেখ পূর্বক এক কপি রঙ্গিন ছবি লেখার সাথে দিতে হবে।
ম্যাগাজিনে নাম, বয়স, শিক্ষা এবং ছবিসহ লেখা ছাপা হবে।
লেখা ছাপা হলে, সবার জন্য থাকবে আকর্ষনীয় উপহার।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬