আশায় ছিলাম অনেকদিন । অবশেষে আজ সকালে মনে হল আশা পূরণ হল । কিন্তু অবশেষে আবার আশা ভঙ্গ । আসলে আমাদের আশা ছিল আমাদের গফুর ভাইকে নিয়ে । অনেকদিন ধরে আমরা তার বিয়ের জন্য । গত রাতে সে আমার বাসায় রাত যাপন করেছিল। সকাল বেলা শুনলাম, তার আব্বাজান মোবাইলের মাধ্যমে জানালেন যে, তার বিয়ের আয়োজর চলছে। আমরা তো তখন মহাখুশি। আমরা মানে আমার সাথে তখন উপস্থিত ছিল আরাফাত রহমান । আমাদের খুশির অন্যতম কারণ গফুর ভাইয়ের বিয়েতে অনীহা ।
কিন্তু অফিসে আমার পর অবশেষে আবার স্বপ্নভঙ্গ। কারণ?? সেই যে, বিয়েতে অনীহা। অফিসে আসার পর শুনলাম, মোবাইলের মাধ্যমে আমাদের গফুর ভাইও জানিয়ে দিয়েছেন যে, তিনি আপাতত বিয়ে করছেন না ।
তাই আবার অবশেষে আমাদের স্বপ্নভঙ্গ ।
জানি না, অবশেষে আমাদের স্বপ্নপূরণ কবে হবে? অবশেষে আমাদের আবার আশায় থাকতে হল স্বপ্নপূরণের ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০