তখন ভোর 4 টা 20 মিনিট প্রায় সব কিছু নিশব্দে চলছে , একটু পরেই শুরু হবে আজানের মধুর আওয়াজ তার পর পাখির কিচিরমিচির . শুরু হবে একটা শান্তি, শীতলতার সকাল । কিন্তু না একটু দূর থেকে ভেসে আসছে ডর ভয়ের কান্নার আওয়াজ , কেউ একজন আতঙ্কে চিৎকার করে কাদঁছে ওরে আল্লাহ কথা বলে না কেনো কি হইছে , সুখির বাবা কথা কয় না কেনো . আপনি কথা কন না কেনো সুখির বাবা . হঠাৎ নিশব্দ যেনো ভারি আওয়াজে বিষ্মিত , চারপাশে ঘুমন্ত মানুষগুলো সজাগ হয়ে ছুটে চলে সুখির বাবার ঘরে , কি হইছে সুখির মা কাঁদো কেনো , দেখেন না সুখির বাবা সোজা হয়ে শুয়ে আছে চোখ খুলে না কথা কই না , এমন কইরা কইরা সুখির মা জোরে জোরে চিৎকার করছে আর বলছে সুখির বাবা কথা কন না কেনো । সুখির মায়ের আর্তনাদ সুখি ও কাদঁতে থাকে বাবা কথা বলো না কেনো . বাবা তুমি কথা বলো , মা , মাগো বাবা কথা বলে না কেনো . থেমে গেলো জীবনের সাংসারিক অধ্যায়. গতোকাল ও সুখির বাবা সকাল সকাল অফিসে গেলো , সুখির গালে , কপালে চুমু খেলো আজ নিথর বিছানার কোনে সোজা হয়ে পড়ে আছে । সুখির বাবা আর বেচেঁ নেই ।
”জীবন যদি চলে যায় সাজ সকালের ভোরে
এতো জীবন টিকে ছিলাম কার অপেক্ষার নিড়ে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৬