কয়দিন আগে কে যেন ফুঁফিয়ে কেঁদে উঠেছিল যে ব্লগের সেই সুদিন মানে ‘তুমি আর নেই সেই তুমি’। আমিও অফলাইনে হলেও অনেকের মতো কেঁদে দিয়েছি ব্লগের দুর্দশায় । উপরওয়ালা আমাদের এই কাঁদাকাটি সুনজরে নিয়েছেন। তার চাক্ষুষ প্রমাণ দেখছি কয়দিন ধরেই।
ছাকিবের নতুন ছবির মতো বলতে হয় ‘ভাইজান এলো রে’ মানে ব্লগের ‘সুদিন বুঝি এল রে’।
গত কয়েকদিন ধরেই দেখছি নকিবের উপর ভূতের কু-নয়ন পড়েছে। সেদিন আমি এক আত্মীয়ের বাসার ড্রয়িং রুমে বসে অফলাইনে আলোচিত পাতার নকিব সাহেবের পোস্ট ওপেন করেই আক্কেলগুড়ুম। পাশে বসা কাজিন রঙ্গিলা ছবি দেখে ‘ছিঃ ভাইয়া ছিঃ’। এই গুড়ুম খেয়ে কিছুক্ষণ বেয়াক্কেলের মতো ঝিম মেরে বসে থেকে মনে হচ্ছিল ‘সামুর পিণ্ডি চটকাই’।
এর আগে দেখলাম সূর্যের (সূর্যের একটি সমার্থক শব্দ অর্ক) কিরণ (নূর) একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলেও ফিজিক্সের সব থিওরিকে মিথ্যা প্রমাণিত করে আলাদাভাবে নানামুখী আলোর বিচ্ছুরণে নিয়োজিত হল। আমরা আমজনতাও দুই পক্ষের আলোর মিছিলে একটু হোলি খেলে নিলাম। ব্লগও গরম থাকল।
এরপর এল ‘...তুমি কে? ভাইজান। হঠাৎ ভাইজান কবিদের দৌড়ের উপর উঠালেন ক্যানে বুঝলাম না? তবে ব্লগের তাপমাত্রা যে বাড়ছে তা আন্দাজ করা যায়। এটাই তো পাঠকেরা চায়। ব্লগ গরম হোক। কেউ পুড়ে মরুক। কেউ তাতে শীতের ওম নিক। কেউ আলু পুড়ে খাক। এতেই তো আবার সোনা ফলবে এখানে। যেমনটা ফলেছে অতীতে।
ওদিকে দেখছি পলাশের বনেও আগুন ধরেছে। অনেকেই দেখছি বাড়িঘর পোড়া দেখছে। বরাবরের মতোই সূর্যের তাপে নয় চাঁদের আলোর তাপে মৃদমন্দ আগুন শিখা নিয়ে জ্বলে উঠার দিনক্ষণ গুনছে। সেই আগুনে আমিও ঝাঁপ দেওয়ার চিন্তা করছি। এখন গায়ে ওম নিচ্ছি। দেখি তাপমাত্রা বাড়ে না কমে।
ওদিকে আমারেও একজন আলখেল্লা পরা 'নরাধম' হেদায়েত প্রাপ্ত হয়ে মিষ্টি স্বরে কুরুচিপূর্ণ গালি দিয়েছিল। সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে গালি উইথড্র করেছে। (দেশে এই শুভবোধের মানুষের বড়ই দরকার; বুঝতে হবে গালি-অশ্লীল ছবি কোনো সমাধান নয়)। সেখানেও তাপমাত্রা বাড়তে পারত; কিন্তু এই অধম যখন দেখল সেটা হবে অপাত্রে... প্রদর্শন; আগুনে কুমেরুর শীতল বরফ ঢেলে বান্দা বিদায়।
অতি অল্প সময়ে ব্লগের এই রমরমা অবস্থা বেশ উপভোগ করছি। যদিও অনেকের পোস্ট পড়লেও অনলাইনে গিয়ে মন্তব্য করা সময়ের কারণে হয়ে উঠছে না।
তাই দুপুর বেলা ‘ওঠ ছুড়ি তোর বিয়ে’র মতো এইটি লিখে পোস্ট করে ব্লগের সুসময়ের আগমনী সুরকে স্বাগত জানালুম।
*মিথ্যার ফুলঝুরি-অশ্লীলতা-গালাগালিযুক্ত ক্যাচাল কখনই ভালো মানুষের কাজ হতে পারে না। তর্ক-বিতর্ক সবসময়ের জন্যই সাধুবাদ জানাই যদি তা সীমা অতিক্রম না করে!!!
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩২