বেগুনি একটুকরো সুখ ছুঁতে গিয়ে ফিরেছি,
শুনেছি, খুব কাছে গেলে দিকভ্রান্তি।
আপেলের নীলচে আভা থেকে ঠোঁট বঞ্চিত,
অনাঘ্রাত হৃদয় চেয়ে থাকে বোবা দৃষ্টিতে।
যমজ আত্মার খেলায়- নিয়ম অজানা,
কষ্টের জরায়ুতে অতৃপ্তির ভ্রুণ;
অবয়ব প্রকৃতির দুর্বোধ্য অবহেলা।
অবহেলা থেকে অবহেলিত গতি,
জেনেটিক কোডে বঞ্চিত ফসিল;
অন্ধকারে ফেনিয়ে ওঠে
মৃত আত্মার ফোঁস ফোঁস দির্ঘশ্বাস।
আপেক্ষিক সময়ের বিভৎস চাপে
কেন একটু সুখ ছুঁয়ে দেখিনি!
অদৃশ্য কপালে ফ্যাকাশে টিপ পরিয়ে
আমি এখন সুখ ভিক্ষা করি।