তনু আমার বোন, তনু-ই বাংলাদেশ। তনু নয়, ধর্ষিত হয়েছে আমার সোনার বাংলাদেশ!!
ক্ষমা করিস তনু............
এ দেশে ৫০ বছরর আগের ধর্ষনের বিচার হয়, আজকের ঘটনার বিচার নেই।
হয়ত এই ভেবে দুঃখ পচ্ছিস যে নারীবাদী সংগঠন, মিডিয়াগুলো, মানবাধিকার সংস্থাগুলো বা বিদেশী মিডিয়া গুলো চুপ কেন। কিছু মনে করিস না বোন, তোর কিছু অপরাধ আছে যার কারনে ওরা নিশ্চুপ। কেন যে হিজাব পড়তে গেলি। কেন যে এথেইস্ট ব্লগার বা সংখ্যালঘু হইলি না। দেখ চেয়ে কত সৌভাগ্য বিশ্বজ্বিৎ আর অভিজিৎদের। তাদের হত্যাকাণ্ডে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠল কিন্তু তোর জন্য আমরা কিছুই করতে পারলাম না। এখন মনে হয় কিছুটা বুঝতে পারছিস, এমন কি অপরাধ করেছিস যার দরুন ওরা নিশ্চুপ।
আমরা কিছুই করতে পারছি না তোর জন্য। আমাদের অক্ষমতাকে.. ক্ষমা করিস তনু।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯