১
সুন্দরীশ্রেষ্ঠা, তোমার রূপ গগনে জমেছে শ্বেত মেঘ
শরতের শুভ্র কাশফুলে রাঙিয়েছে তোমার গাল
রক্তজবা আর পলাশের রঙে উর্বশী সেজেছে ঠোঁট
মহুয়ার গন্ধে বাতাবরণ করেছো উত্তাল।
হাসনাহেনার শোভার ঢেউ লেগেছে প্রাণে
জোয়ার ভাঁটায় জীবন পাল তোমার দিকেই টানে।
২
হৃদয় গহিনে মুক্তেশ্বরীর জল
ঢেউয়ের সুর বাজছে কানে কানে;
বিষাদ ছুঁয়েছে মন খারাপের কান্না!
মেঘ ধরেছে ঝড়ে পড়ার বায়না,
জ্যোত্স্না গেছে অচিন নিরালায়
বৃষ্টি মেতেছে লুকোচুরি খেলায়
৩
জানো, তুমি যে সাঁঝ সকালের পূব আকাশের রবি,
তুমি আমার হৃদয় ক্যানভাসে প্রথম আঁকা ছবি।
তুমি আমার দেহযষ্টিতে মিশে থাকা প্রাণ,
তুমি আমার ফুল বাগানে মিষ্টি মধুর ঘ্রাণ
তুমি আমার বক্রপথে প্রাঞ্জল আলোক ধাঁধা,
বেদনার সিন্ধুজলে এক রাশি অমৃত সুধা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪