আমি ইতুর সাথে এক মত। আমাদের ছেলেদের মধ্যে প্রায় অনেকে আছে যারা মেয়েদের দিকে তাকাতেই প্রথমে তার বুকের দিকে তাকায়। যা বলতে পারি আমার বন্ধু মহলেও। অনেক সময় আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তাদের এই আচরণ দেখতে পাই। রাস্তার মোড়ে, দোকানে, কলেজ কাসেও। তারা একজন অন্য জনকে বলে। ওহ, এই মেয়েটার ব্রেস্ট কি বড়, যদি একটি রাত মেয়েটির সাথে থাকতে পারতাম। যদি প্রেম করতে পারতাম। এই জন্য মেয়েরা সব সময় তাদের বুক ওড়না দিয়ে ঢেকে রাখে। যাতে কেউ বুঝতে না পারে যে তার ব্রেস্ট অনেক বড়। ইতু গতকাল একটি পোষ্ট করে ছিল। মেয়েরা কেন ব্রা পড়ে? যাতে তার বুক শরীরের সাথে ফিট হয়ে মিশে থাকে। চলাফেরা করার সময় নড়াচড়া না করতে পারে এবং পুরুষদের চোখ সে দিকে না পড়ে। বিস্তারিত সে লিখেছে তার ফেইজে। ইতু ইতুর জায়গায় মেয়েদের ব্রা পড়া নিয়ে লিখেছে। কিন্তু আমি লিখছি ছেলেরা কেন আন্ডারওয়ার পড়ে। অনেক সময় আমরা শুনে থাকি আন্ডারওয়ার পড়লে শরীরের জন্য ভালো। আমি যখন ছোট ছিলাম তখন বুঝতাম না। আন্ডারওয়ারের সাথে শরীর কি সম্পর্ক? গতকাল ইতুর লিখা পড়ে বুঝতে আর বাকি রইলো না পুরুষরা কেন আন্ডারওয়ার পড়ে? আমরা সব সময় মেয়েদের পণ্য বা ভোগ পণ্য হিসেবে দেখি। রাস্তা-ঘাটে চলাফেরা করার সময়ও আমরা নারীর দিকে তাকায়। প্রথমে তার মুখের দিকে তাকালেও পরক্ষনে কিন্তু বুকের দিকে তাকাতে ভুল করিনা। যখন তাকায় তখন পরুষের পুরুষ লিঙ্গ সেক্স হরমনের কারণে দাঁড়িয়ে যায়। এতে অনেক সময় দাড়িয়ে থাকা লিঙ্গ কাপড়ের উপর দিয়ে পরিস্কার দেখা যায় যা অন্য জনের চোখ পড়তে পারে। আবার এই উঠে যাওয়াতে কাপড়ের সাথে ঘষা খেয়ে গা হয়ে যায় পুরুষ লিঙ্গ। এতে চলাচল করতে রাস্তার অনেক সমস্যাও হয়। কিছু ছেলের মত কিছু মেয়েরা আছে যারা ছেলেদের নাভির নিচের দিকে তাকায়। এবং অন্য মেয়ের সাথে আলোচনা করে। এই জন্য পুরুষরা সব সময় ভেতরে আন্ডারওয়ার পড়ে।
স্টাইল করে ছেলেরা শার্ট খুলে মেয়েদের সামনে ঘুরাঘুরি করে, চলাফেরা করে কিন্তু মেয়েরা কি ওড়না ছাড়া ছেলেদের সামনে চলাফেরা করতে পারে? পুরুষ করলে কোনো সমস্যা হয় না কিন্তু মেয়েরা যদি সামান্য ওড়না না পরে তাহলে নানান রকম কথা তুলে দেয়। তার চরিত্র নিয়ে কথা তুলে। সমাজে সে মেয়ে গৃনার পাত্রী হয়ে দাড়ায়।
ছেলেদের বুক ও মেয়েদের বুক তো একই দুটাই শরীরের অঙ্গ । দুইটা তো এক। শুধু হোরমোন জাতীয় কারণে দুইটার আকার আলাদা। শরীরের অন্যন্য অঙ্গের মতই এই অঙ্গটি।
আমরা উন্নত দেশগুলোতে তাকালে দেখতে পাই। ছোট জামা পড়েও মেয়েরা রাস্তায় বের হয়। কিন্তু কেউ তাদের দিকে খারাব চোখে তাকাতে দেখি না।
কিন্তু আমাদের দেশগুলোতে তাকাতেই প্রথমে খারাব চোখে তাকায়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮