৩। একমাত্র বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়া বাকি পাঁচ জনই প্রধান বিচারপতির মতামতের সাথে একমত। এখানে আরো পরিষ্কার করে দেই, ১৬শ সংশোধনী বাতিলের ব্যাপারে ৭ জন বিচারপতিই সর্বসম্মত মত দিয়েছেন। শুধুমাত্র পর্যবেক্ষণের ক্ষেত্রে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ভিন্ন মত দিয়েছেন।
৪। বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিয়া তার রায়ে লিখেছেন, "I felt rather allured to give my own reasoning agreeing with the unanimous decision that the appeal be dismissed with observations and expunction." (পৃষ্ঠা ৩৯৬) [অনুবাদ:- পর্যবেক্ষণ সহ আপিলটি খারিজ হওয়ার সর্বসম্মত সিদ্ধান্তের সাথে একমত হয়ে আমি আমার যুক্তি প্রদর্শন প্রলুব্ধ হচ্ছি।]
অর্থাৎ বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিয়া শুধুমাত্র প্রধান বিচারপতির মতের সাথে একমতই হননি, তিনি আরো নিজস্ব যুক্তি দিয়ে প্রধান বিচারপতির মতামতকে আরো জোরালো করেছেন।
৫। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার রায় কোথাও প্রধান বিচারপতি বা অন্যকোনো বিচারপতির সাথে দ্বিমত পোষণ করেন নি। (পৃষ্ঠা ৫২৩-৫৫৮) নতুন কোন মন্তব্য না করলেও, বিভিন্ন দেশের সংবিধান নিয়ে আলোচনা করে, উপসংহারে বলেছেন ১৬শ সংশোধনী সংবিধান সম্মত নয়। তিনি পরিষ্কার ভাবে বলেননি তিনি কি প্রধান বিচারপতির মতামতকে সমর্থন করেন, না কি ভিন্নমত পোষণ করেন। যেহেতু ভবিষ্যতে প্রধান বিচারপতি হওয়ার সম্ভবতা আছে তাই সড়কের মাঝখান দিয়ে হাঁটছেন।
৬। বিচারপতি মুহাম্মদ ইমমান আলীও তার রায় কোথাও প্রধান বিচারপতি বা অন্যকোনো বিচারপতির সাথে দ্বিমত পোষণ করেন নি। (পৃষ্ঠা ৫৫৮-৬১৭) তিনি তার স্বভাবসুলভ ভাবে নতুন কিছু দিকনির্দেশনা প্রদান করে ১৬শ সংশোধনী সংবিধান সম্মত নয় বলে বাতিল করে দিয়েছেন।
৭। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতির সাথে সুস্পষ্ট ভিন্নমত পোষণ করেছেন, "Though this is not a judgment and order in the nature of dissent yet it needs to be written in the first person since I do not agree with some reasons and observations of the learned Chief Justice. I feel it necessary to express my own view. (পৃষ্ঠা ৬১৭)
[অনুবাদ:- যদিও এই রায় এবং আদেশ অসম্মতি সূচক রায় নয়, তবুও আমি আমার নিজের মত লিখছি, কারণ বিজ্ঞ প্রধান বিচারপতির কিছু যুক্তি এবং পর্যবেক্ষণের সাথে আমি একমত পোষণ করি না। ]
৮। বিচারপতি মির্জা হোসেন হায়দার আলাদা ভাবে রায় লিখলেও (পৃষ্ঠা ৭৫৯-৭৯৯), তিনি তার রায়ের শুরুতেই বলে দিয়েছেন যে, তিনি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের পর্যবেক্ষণ সহ রায়ের সাথে একমত।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫