এর আগে শুধু বিসিএস কর্মকর্তা, বাংলাদেশ ব্যাঙ্ক, ব্রাক এবং আইসিসিডিআর বি এর কর্মকর্তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারত। তবে এবছর থেকে আবেদনের জন্য যোগ্য যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করতে পারবে।
অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। নির্বাচিত শিক্ষার্থী দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে মাস্টার্স কোর্স পড়তে পারবে। রাউন্ড-ট্রিপ এয়ার টিকেট, টিউশন ফি, আবাসন ভাতাসহ শিক্ষার্থীর যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে ।
বিষয়:
ফিজিক্যাল এন্ড বায়োলজিকাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং
আরবান প্ল্যানিং এন্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট
ফাইন আর্টস (ফ্যাশন, ফিল্ম, স্ক্রিন অ্যানিমেশন, মিউজিক)
কালচারাল হেরিটেজ এন্ড প্রিজার্ভেশন
কোর্স লেভেল:
মাস্টার্স কোর্স করার জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
বর্ণনা:
রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
আবাসন ভাতা
সকল টিউশন ফি
অভ্যন্তরীণ যাতায়াত ভাতা
স্বাস্থ্য ভাতা
এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন http://kholabakso.weebly.com/latestupdate/australia_awards_bangladesh
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯