ঘটনা হইতেছে গিয়ে বাসায় চাল কিনছে। কিন্তু চাউলের মধ্যে দেখি ব্যাটারা প্রোটিন আর ভিটামিন দিয়া দিছে। তাও আবার আধিক পরিমানে! কেমনে দিছে কিছুই তো বুঝতে পারলাম না। বাঙগালী দেখি জ্ঞাইন বিজ্ঞানের জাহাজে উইড়া বেড়াইতেছে। ঠিকনা পত্র আর মুছলাম না। যদি কেইর আবার এই আধিক ভাইটামিন সমুদ্ধ্য চাউল খাইতে মন চায়।
আর এই ছবিটা তুলছি আইডিবির থেইকা। কিছুই তো বুঝবার পারলাম না। আঙরেজীতে বহুত কাঁচা আছি। কিন্তু এইখানে স্টিকার ভিহাইকল কেমনে হইল? ইডি যোগে স্টিকারর্ড হ্ওয়ার কথা না? আর স্টিকার হইলে কোন স্টিকার? দুই টাকা দামের স্টিকার যেগুলান পোলাপাইনে কিনে? আর ওর ভিতরে মানুষে কেমনে ঢুকব?
পুনুশ্চ: ছবির মহিলার সাথে আমার কোন সম্পর্ক্য নাইকা।
ভুল কইরাও যদি হাসি আসে আওয়াজ দিয়েন..
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩