ইয়াপ, কৌতুক গুলো ধার করা। তো? আমার জানা মতে বেশির ভাগ মানুষ কৌতুক সংগ্রহ কিংবা ধার করে। সমস্যা নেই কৌতুক পড়ে হাসি পেলে জানাবেন কিন্তু..




কৌতুক - ০১:
ঢাকা - চট্রগ্রামের আন্তনগর ট্রেনটি ভালই চলছিল। কিন্তু হঠাৎ করে ট্রেনটি রেললাইন ছেড়ে নেমে এলো পাশের মাঠে। এভাবে পাঁচ মিনিট চলার পর যখন লাইনে ট্রেন উঠল তখন বিক্ষুদ্ধ যাত্রীরা ড্রাইভারের কাছে গেল।
যাত্রী: ওই মিয়া, তুমি রেললাইন ছেড়ে হঠাৎ মাঠের মধ্যে দিয়ে ট্রেন চালালে কেন?
ড্রাইভার: কি করব স্যার? 'হঠাৎ দেখি একটা লোক রেল লাইনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আর তা দেখেই.......'।
যাত্রী: কি বলরি ব্যাটা? তুই একটা লোককে বাঁচানোর জন্য ট্রেনের সবাইকে মারতে গিয়েছিলি?
ড্রাইভার: তাহলে কি করব স্যার?
যাত্রী: কেন ঐ হারামজাদার ওপর দিয়ে চালালি না কেন? দরকার হলে ওকেই শেষ করে দিতে।
ড্রাইভার: তাইতো করতে যাচ্ছিলাম স্যার। কিন্তু হঠাৎ ঐ লোকটা রেলরাইন ছেড়ে মাঠের মধ্যে দিয়ে দিল দৌড়। আর ওকে শেষ করতে আমিও...।
কৌতুকীয় বক্তব্য: ঐ লোকটার কি হয়েছে তা আজও জানা যায়নি...

প্রশ্ন: ভাই এইটা কোন দেশের ট্রেন যে রেল লাইন ছেড়ে মাঠের ভিতর দৌড়া দৌড়ি করে পুনরায় লাইলে ফিরে আসে ?

কৌতুক - ০২:
শিক্ষক: বলতো ভোম্বল, এক টুকরো লোহা আর একটি Pizza কে একসাথে একই উচ্চতা থেকে মাটিতে ফেললে কোনটি আগে পড়বে?
ছাত্র: ( একটু ভেবে ) স্যার Pizza আগে পড়বে।
শিক্ষক: ( আবাক হয়ে) কেন? কেন?
ছাত্র: Pizza তো Fast Food তাই স্যার !!
কৌতুকীয় বক্তব্য: বিষয়টা নিয়ে গোআবেইষয়ইণা (গবেষণা) করা দরকার!! প্রয়োজন হলে উচ্চপদস্থ তদন্ত কোয়ামিটি ( কমেটি) গঠন করে বিষয়টা সুরেহা করতে হবে। ঝাতি (জাতি) এ বিষয়ে জেনে জ্ঞান বিজ্ঞানের সাগর, মাহা সাগর পাড়ি দিয়ে আসামনে উঠে যেতে চায়। আর বাংগালী জাতিকে কেউ এই প্রশ্নে জাবাব না দিয়ে.......................................।....।>>।>........
প্রশ্ন: পিজা কি সত্যি সত্যিই আগে পড়বে ..?

আমার কথা: ভাই পিজা খাইতে চাই.....

কৌতুক - ০৩:
ছেলে ও বাবার মধ্যে কথা হচ্ছে-
ছেলে: বাবা জানো কার রাতে যা ঝড়বৃষ্টি আর বজ্রপাত হয়েছিল।
বাবা: তাই নাকি? আমাকে ডাকলিনা কেন? জানিস বজ্রপাত হলে আমি ঘুমাতে পারি না।
কৌতুকীয় বক্তব্য: সারারাত ছেলেটির পিতার আবস্থান সম্পর্কে জানা যায়নি। যেহেতু বজ্রপাত হলে তিনি ঘুমাতে পারেন না আবার তার বক্তব্যে মনে হচ্ছে তিনি ঘুমাচ্ছিলেন। তাই জাতি এ বিষয়ে সন্দিহান। কেউ তদন্ত কোয়ামিটি গঠন করলেও করতে পারেন..।

প্রশ্ন: ভাই শরীরটা ভালা নি ??

