পরীক্ষার পাত্র হিসাবে নিজেকে অংকিত করবার সাহসটুকু ছিল না। সময়ের বাস্তবতার বেত্রাঘাতে নয়, মতান্তরের অকুতোভয় থমকে দাঁড়ায়! প্রশ্নবিদ্ধ করে কৌতুহল থেকে, প্রতিউত্তর দেওয়ার মানসিক প্রস্তুটি থাকলেও সঠিক সিদ্ধান্তের প্রতি অটল নই। ভাবান্তরের জাগ্রত স্বপ্ন গুলো স্রষ্ট্রার প্রতি বিশ্বাসের সহিত প্রার্থনায় ব্রতী হয়ে সাফল্যতার উচ্চ শিখরে পৌছে দেওয়ার কামনায় প্রত্যাশিত।।
ধন সম্পত্তি আর প্রাচুর্যের অহমিকায় ভালবাসার নীলাঞ্জনা প্রতীয়মান হয়নি যদিও বাহ্যিক দৃষ্টিতে খেলাঘরের মিথ্যে অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জনে সফলতা পাওয়া ক্ষণিকের সুখালয় প্রজ্জলিত তোমার বাস্তবতা। সেই মিথ্যে আশ্বাসে জলাঞ্জলি না দেওয়াটা শ্রেয়।
ক্ষণস্থায়ী জীবনের প্রস্ফুটিত মুহুর্ত গুলো স্মৃতির প্লাটফর্ম হতে বিস্মৃতির বারি ধারায় সজ্জিত বাগানে চির নিদ্রায় শায়িত হবে তখন হয়ত জীবনের শেষ অধ্যায়ে দু'চোখের বিষন্নতার মাঝে তোমার দেখা শক্ত বেড়াজালে আটকে রাখার অশ্রুজল শুকিয়ে যাবে? তখন দু'প্রান্তের দু'জনের মধ্যস্থতায় সিদ্ধান্তের এক পর্যায়ে অনুপ্রেরনার যে প্রত্যাশা তা শুধু শব্ধগুচ্ছ ভান্ডারে দারকাকের বহিপ্রকাশ মাত্র।