গত ২৬-৭-২০১৭ তারিখে আমার বাঁ চোখের ছানি ( cataract ) অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন পরবর্তী সাত দিনের নানারকম বিধিনিষেধ ও ওষুধপত্র ব্যবহারের পর এখন আমি ভালো আছি। সাত দিন পর ৩-৮-২০১৭ তারিখে ডাক্তার সাহেবকে আমি চোখ দেখাই। তিনি একটা আই ড্রপ ছাড়া অন্যান্য ড্রপ ও বিধিনিষেধ প্রত্যাহার করে আমাকে সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপনের অনুমতি দিয়েছেন। এখন আমি বাঁ চোখে ১০০% পরিস্কার দেখতে পাচ্ছি। এই মাসের ২০ তারিখে আমার ডান চোখটির অপারেশন হবে। সেটা সফলভাবে সম্পন্ন হলে আমার দৃষ্টিশক্তি পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ডাক্তার সাহেবের মতে, এর পরে আমার আর চশমার কোন প্রয়োজন হবে না। খুব সামান্য পাওয়ারের রিডিং গ্লাসের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। উল্লেখ্য যে, আমি প্রায় ত্রিশ / পঁয়ত্রিশ বছর যাবত একটানা মাইনাস ৩০০ পাওয়ারের চশমা ব্যবহার করেছি।
গত ২৮-৭-২০১৭ তারিখে প্রিয় ব্লগার সাদা মনের মানুষ ( কামাল ভাই ) আমার এই অপারেশনের বিষয়ে ‘আবুহেনা ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি’ শিরোনামে সামু ব্লগে একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে অসংখ্য ব্লগার বন্ধু আমার সুস্থতা কামনা করে দোয়া করেছেন। আল্লাহর অশেষ রহমতে এবং বন্ধুদের দোয়ার উসিলায় আমার অপারেশন সফল হয়েছে বলে মনে করি। কামাল ভাইসহ আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, আপনারা আমার পরবর্তী অপারেশনের জন্যেও দোয়া করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮