মোবাইল অপারেটর 'রবি' গত বছর দুয়েক ধরে এসব কি বিজ্ঞাপন দেখাচ্ছে? কয়েকদিন ধরে একটা বিজ্ঞাপন প্রচার করছে "এবার হবেই"। কি হবে সেইটা বিস্তারিত বুঝতে হইলে উনাদের কাষ্টমার কেয়ারে যাওয়া ছারা আপাতত কোন উপায় দেখতাছিনা।
বিজ্ঞাপনে দেখায় "এবার হবে" লেখা, আর প্যাকেজের নাম "এবার হবেই"। যতটুকু বুঝতে পারলাম মনে হচ্ছে পাবলিকের আবেগকে কাজে লাগাইয়া সমাজ উন্নয়নমুলক কিছু একটা। কিন্তু বিজ্ঞাপন দেইখা আবেগে কোন নাড়াই দেয়না বরং মনে হয় কোন তামিল সিনেমার ট্রেলার দেখাচ্ছে (এত ফাস্ট কথাবার্তা আর ক্যামেরার লাফালাফি!!)।
এবার দেখেন তিন মিনিট ধইরা "রবি নাচানাচি"।
এটা নাকি রবির নেটওয়ার্কের বিজ্ঞাপন!!! তিরিং বিরিং নাচ আর কয়েকটা জেলার নাম দেখায়, সেই জেলা সম্পর্কিত তথ্য হচ্ছে আবারো সেই তিরিং বিরিং নাচ। প্রায় ৩মিনিটের এই নাচানাচি দেইখা ভুলেও আমার মনে হয় নাই এটা কোন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক সম্পর্কীত বিজ্ঞাপন। মনে হইছে কোন কমেডী ছবির গানের ভিডিও। তাও যদি করিউগ্রাফীটা সুন্দর হইত!!! এটা মনে হয় এফডিসির এক্সট্রাদের দিয়া করিউগ্রাফীটা করাইছে।
এবার চলেন দেখি নাছুর বান্দা নেটওয়ার্ক।
এইটা সুন্দর বিজ্ঞাপন কিন্তু এটার মুল কন্সেপ্ট চুরি করা। ইন্ডিয়ান ভোডাফোন যখন 'হাচ' ছিল তখন তাদের একটা বিজ্ঞাপন ছিল "Wherever you go Our network follows"
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪