এক নদী …
এইমাত্র হিমালয় থেকে নেমে এলো
এক নদী / চড়াই – উৎড়াই ভেঙ্গে /
বুভুক্ষু কিষাণের কর্ষিত মাটি ভেদ করে –
নদী যায়/ তার পাড় ভাঙ্গে আর ভাঙ্গে !
এমনি করে কেটে যায় –
মহাজাগতিক আগামী সূর্যের দিন /
আসমূদ্র হিমাচল থেকে দূকূল ছাঁপিয়ে –
গড়ে উঠে উর্বর জমি/নগর/মফস্বল/
নিবিঢ় বনাঞ্চল/
কিষাণ হাসির বসতি ।।
=====
এতো দিন ছিলো ….
এতো দিন ছিলো/ স্বপ্নরা শুধুই ব্যথা দেয়/
পাড়ের ওপাড় থেকে নীলাকাশ নীল ছড়ায়/
তুলো পাজা মেঘ উড়ে … /
হঠাৎ….
কোত্থেকে ঝড় এলো –
মেঘেরা ব্যথা পেলো /
আর সেই সাথে অসংখ্য ভাগে ভাগ হয়ে
নীল-কালো প্রচ্ছদের প্রলেপ দিলো একটি ।্
=======
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:২৫