আমায় দেখে কারো চোখ চমকায় না,
আমি কারো মনের একান্ত চাওয়া না,
কারো কাজে লাগবার মত আমি এক প্রতিমা না।
আমি পথ পাশে ফেলে দেয়া আবর্জনা না
আমি অশুখে নিশাদ ব্যথা ভুলাবার পথ জানি না।
কারো তৃপ্তির চাহনিতে আমি নেই
আমি এখানে নেই সেখানে নেই
আমি সুখী না ! আমি দুঃখী না !
আমার সময় আমায় ছেড়ে গেছে,
আমার রুপ, মায়া সব হারিয়ে গেছে।
আমার ছেড়ে যাওয়া সময়ের ভুল গুলোরফলাফল আমি।
কেউ কেন আমার জন্য ফুল শুকিয়ে মালা গাঁথবে
সেই বা কেন আমার চিতায় এক খানি চন্দন গুজে দিবে
আমি তো সে বীর না, আমি সে সেনা না
আমি ভালবাসা না, আমি ঘৃণা না।
দোয়ারে যে সিংহ ভেঙ্গে গেছে তার টুকরো আমি,
তার হারিয়ে যাওয়া গর্জন আমি।
আমি উত্তম সে পুরুষ না
আমি উত্তম সে পুরুষ না
আপনি আমায় কেন ভেবে দেখবেন?
আমি অনারোগ্যের রোগ,
আমি দুখীর বিলাপ।
আমি মুসাফিরের সাথী না
আমি সে মুসাফিরের রক্ষী না
আমি বদলে যাওয়া সময়।
আমায় দেখে কারো চোখ চমকায় না,
আমি কারো মনের একান্ত চাওয়া না,
কারো কাজে লাগবার মত আমি এক প্রতিমা না।
১. ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪ ০