গুলটি
শুকনো ড্রামে ভরে রাখা, পুরোনো মুল্যহিন ভালোবাসা নিও !!
গত সারাটা রাত আমি চিন্তা করছি, তুমি বল তুমি আমায় ভালোবাসো, কিনতু আমি তার কোন প্রমান পাই। আমি আমার বাসায় কেমন আছি তা তুমি জানো না। তুমি আমার এমন সকল কাজে বাধা দিতেছ যা করলে আমি তুমায় পেতে পারি। ইহা ভালোবাসার বহিঃ প্রকাশ কিভাবে আমি বুঝলাম না।
সব সময় না করছো যেন আমি আমার বাসায় তোমার কথা না জানাই, কেন জানাবোনা বল? আমি তোমায় বিয়ে করবো, আমার বাসায় তা জানাতে হবে না? তুমি সার্থপরের মত শুধু চিন্তা করছো জদি তোমার নামে দুরনাম বের হয় ! বের হবে না। ঐ ভয় পেয়ো না।
আমি কোন সময় তোমার ক্ষতি হোক চাইনাই, তুমি নিজেই জানো, তবুও বার বার বলছো আমি তোমার ক্ষতি করার জন্য উঠে পরে লাগছি, আজ বলতেছো তোমার একটা ভালো বিয়ে আসছে, তুমি তারে বিয়ে করতে চাও, তুমি আমায় প্রশ্ন কর "তুমি সুখে থাকো এটা আমি চাই কি না?" তুমি বল এইটা ভালোবাসার কোন বহিঃ প্রকাশ। আমি কি তোমায় খারাপ রাখতাম? আজ সে তোমায় ওনেক গয়না দিয়ে বিয়ে করবে? ভালো করুক, তুমি একসময় বলতে কনক তোমায় নিয়ে আমি দুরে কোথাও চলে যাবো! গেলাই একা গেলা।
তুমি সকল সময় বলতে আমি জিবনে কি করতে পারবো? হয়তো কিছুই না ! আবার ওনেক কিছু, তুমি ভালই জানতে জিবনে আমার বড় কিছুর স্বপ্ন ছিলো না। ছাপোশা জিবনে আমি খুশি ছিলাম।
জানো তুমি আমায় না শুধু, আমার পরিবারের সদস্যদেরও ওনেক কিছু বলছো, আমি তোমার মুহ মায়ায় কিছুই বুজি নাই।
তুমি আমার জিবনটা নষ্ট করে দিলা, আমারে তোমার বান্ধবির সায়ান ভাই বানায়ে দিলা, জানি আজ তোমার অনুতাপের বদলে আমার প্রতি রাগ আসতেছে। আসলেও কিছু করার নাই। আমি সত্যি টাই যে বলছি।
আমার জন্য তোমার এক সময় তোমার ওনেক অনুভুতি ছিলো, আজ কেনো নাই জানি না, হয়তো তার চেয়ে ভালো কিছু দিতেছো। যাই হোক ওনেক কিছু ভাবার পর শুধু এইটুকুও মনে হইলো, আমিতো তোমারে কখনো ছলোনা করি নাই, ভালো বাসছি শুধু, আজ কেন ছলনার আশ্রয় নিলা তুমি।
জানি একদিন তুমি আমার ভালোবাসা বুঝবা। জানি তখনো কিছুই বলবা না। তবুও বলি তোমায় ভুলে যাবার বৃথা চেষ্টা করে কি লাভ তার চেয়ে এক কোনায় রেখাই বাকি জিবনটা কাটিয়ে দিব।
আরো হাজার কথা বলার ছিলো। কি লাভ বলে বলো। শুধু কথা কেনই ভালোবাসলা কেনই চলে গেলা, নিজেই প্রেম শিখাইলা আবার নিজেই।
ইতি
তোমার কালো বিড়াল