প্রিয় মানিক,
হায়দার হোসেন মানিক, আমার বন্ধু, সহকর্মী। চ্যানেল ওয়ানের রিপোর্টার। তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি আজ বিকেলে আমার সাথে গিয়ে যে রিপোর্টটি করে এসেছ, তা আর কোন দিন সম্প্রচার হবেনা, এটা ভেবে কি তোমার বুক ফেটে যাচ্ছে না? আমি এস্যাইমেন্ট কভার করে সন্ধ্যায় অফিসে ফিরেই জেনেছি তোমার চ্যানেল এরমধ্যেই বন্ধ করে দিযেছে সরকার। আমার চোখের কোনে তোমার যে বেদনা আজ আমি দেখেছি, আমি জানি, তার কোন মূল্য ওদের কাছে নেই। ওরা শুধু ধ্বংস করতে জানে, ভাঙ্গতে জানে না।
অন্য একটি টেলিভিশন চ্যানেলে বসে আমি টের পাচ্ছি তোমাদের কস্টগুলো.........জানি তোমার যে সব সহকর্মীদের সামনের মাসে বিয়ে ঠিক হয়েছিল, যারা হয়তো ২/১ দিনের মধ্যেই কেনা কাটার কথা ভাবছিল, তারা এখন অতল এক অনিশ্চয়তায় রয়েছে, তাদের অনেকেরই বিয়ে ভেঙ্গে যাবে। যে ভাইটি তার বেতন থেকে সামনের মাসে বোনকে জামা কিনে দেবে বলেছিল, সে কথাভঙ্গের বেদনায় ভুগবে। অনেক বৃদ্ধ বাবার চিকিৎসার ওষুধটা হয়তো কেনা হবে না। চারদিকে ভাঙ্গনের এক অনল খেলা শুরু হয়েছে। আগুন মাঝে মাঝে শুধু পোড়ায়না, নিজেও পুড়ে। আগুন নিয়ে যারা খেলে, এটা মাঝে মাঝে তাদের মনে রাখতে হয়, সরকার জানেতো?
আমি আরেকটা চ্যানেলে কাজ করি।
আজ সারাদিন মিডিয়া হাউজগুলোতে এ নিয়ে জোর গুঞ্জন ছিল.......কখন বন্ধ হয় চ্যানেল ওয়ান?? কখন?
কি কারণ থাকতে পারে একটা চ্যানেল বন্ধ করে দেয়ার? এ নিয়ে আজ সারাদিন কথা হয় বিভিন্ন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সহকর্মীদের সঙ্গে।
প্রকাশ্য কারণটা হলো, যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ে নিয়ম মানা হয়নি।
অপ্রকাশ্য কারনগুলো হলো........
১/ভোলার নির্বাচনে আওয়ামীলীগের অনেক হামলা, কারচুপির খবর প্রকাশ করেছে ওয়ান।
২/এই চ্যানেল প্রায়ই খালেদার জনসভার বক্তব্য সরাসরি প্রচার করে থাকে।
৩/ সরকারের ধারণা তারেকের জন্য লন্ডনে এই চ্যানেলের অ্যাকাউন্ট থেকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ঠাকা পাঠানো হয়( বিষয়টা আমার কাছেও ক্লিয়ার না)।
৪/ চ্যানেল ওয়ান পুরোপুরি বন্ধ হবে না। আপাতত মালিকানার সমস্যায় ফেলে তা কিনে নেবেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, আর এতে বড়ো শেয়ার থাকবে শেখ রেহানার।
এর অনেক বিষয়ই গুজব, ধারণা। তবে সত্যের সঙ্গে অনেক মিলে।
প্রিয় মানিক, জানি তুমি ভালো থাকবে না। তবু ভালো থেকো।
-----তোমার বন্ধু।