দেশের জন্য চরম একটা ভালো খবর আছে। খালেদাও কার্ড পাঠালেন হাসিনাকে। আমরা আরও খুশী হবো যদি একজনের বাড়িতে গিয়ে নববর্ষের দিন অন্যজন ইলিশ আর পান্তা ভাত খেয়ে আসেন। ইশ এই কল্পনাটা যদি সত্যি হতো!!!!!!!!
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ড পাঠিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, সোমবার দুপুর পৌনে একটায় খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে কার্ডটি গ্রহণ করেন তার একান্ত সচিব সেলিমা বেগম।
স্পিকার আব্দুল হামিদকেও বিরোধী দলীয় নেতা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছে বলে মারুফ কামাল খান সোহেল জানান।
তথ্য সূত্র: শীর্ষ নিউজ ডট কম