ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান একই বিভাগের আরেক শিক্ষককে চড় মেরেছেন।
অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান নাহীদ আখতার শনিবার দুপুরে সহকারী অধ্যাপক শেখ মনির উদ্দিনকে চড় মারেন বলে তিনি অভিযোগ করেন।
শেখ মনির উদ্দিন বিষয়টি মৌখিকভাবে উপাচার্যকেও জানিয়েছেন।
এ ছাড়া বিষয়টি নিয়ে সাদা দলের শিক্ষকরা রাতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চেয়ারম্যান নাহীদ আখতার নীল দল এবং শেখ মনির উদ্দিন সাদা দলের সমর্থক বলে জানা গেছে।
শেখ মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ২০ দিন আগে বিভাগের প্রভাষক সাবরিনা শাহনাজের কক্ষে চেয়ারম্যান তালা মেরে দেন। তখন সাবরিনা শহনাজ উপাচার্যকে বিষয়টি জানান।
এ বিষয়টি নিয়ে শনিবার আবার উপাচার্যের সঙ্গে দেখা করেন শেখ মনির উদ্দিন ও সাবরিনা শাহনাজ।
শেখ মনির উদ্দিন আরো বলেন, "দেখা করে বিভাগে ফেরার পর দেখা যায় সাবরিনার কক্ষের তালা ভাঙা এবং কাগজপত্র ও আসবাবপত্র তছনছ করেছেন সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ প্রক্টর অফিসের লোকজন।"
ওখান থেকে চেয়ারম্যানের কক্ষে গিয়ে তাকে ঘটনাটি জানালে তাদের সঙ্গে কথা কাকাটাটির এক পর্যায়ে চেয়ারম্যান শেখ মনিরকে থাপ্পড় মারেন।
প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য চেয়ারম্যান নাহীদ আখতারকে ফোনে পওয়া যায়নি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাতের নেতৃত্বে সাদা দল সমর্থিত অন্তত ৫০ জন শিক্ষক রাত ১১টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
আবুল হাসনাত বলেন, উপাচার্য বিষয়টি দেখবেন বলে তাদের জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল (রোববার) রাত ৯টায় শিক্ষক সমিতি এ ব্যাপারটি নিয়ে এক সভায় মিলিত হবে।
থাপ্পড় মারার ঘটনা নাহীদ আখতার উপাচার্যের কাছে স্বীকার করেছেন বলেও হাসনাত জানান।