১৯৭১ সালে আল-বদর, মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে অমানবিক ভাবে অত্যাচার করে হত্যা করত।সেই সময় মুক্তি যোদ্ধাদের কে পানি পর্যন্ত দেওয়া হতো না ।এমন কি হত্যার সময় শেষ আকুতি টুকু ও রাখা হতো না ।পরিবার পরিজন এর সাথেও দেখা করতে দিয়া হতো না ।
কুষ্টিয়ার শহীদ মুক্তিযোদ্ধা পিয়ার আলির মা আমেনা খাতুন ৯৫ বলেন ,আমার ছেলেকে মোল্লা বাড়ির মতলব মোল্লা নিয়ে গেল......গ্রামের সবাই বলল যে পিয়ার কে মোল্লা পাকি বাহিনীর কাছে তুলে দিবে অথবা মোল্লা বারিতেই হত্যা করা হবে ।আমি শেষ বারের মতন আমার ছেলেকে দেখতে যাই কিন্তু আর শেষ দেখা হই নি .........।।
তাহলে এখন কি করে সেই সকল আল বদর ,আল সামস দের কে ভুনা খিচুরি,হাঁস এর মাংস ,কবুতর এর মাংস নিয়া জেলখানাই দেখা করতে দেওয়া হই ???
(মীর কাসেমের সঙ্গে স্ত্রী-সন্তানের সাক্ষাৎ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১২টার দিকে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা দেখা করেন)