আমার কয়েক দিন যাবৎ মনেতে একটা প্রশ্ন যাকছে? কিন্তু যাদেরকে নিয়ে আমার এই প্রশ্ন তাদেরকে আমি প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারছিনা ব্যাপারটা স্পর্শকাতর বলে। কিন্তু তার পর ও জিঘাংসা বলে কথা!! তাই চোখ কান বন্ধ করে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। কিছু দিন যাবৎ বাংলাদেশের একটি অতীব আলোচিত বিষয় হলো নারী উন্নয়ন নীতিমালা-২০১১। কিছু আলেমদের কাছে এটা অগ্রহনযোগ্য কারন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিশেষ করে উত্তরাধিকারের বিষয়ে। আমি সে বিতর্কে যাব না। আমার কাছে প্রশ্ন হলো মুসলমানের কাছে সম্পত্তির সমান ভাগ নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু হিন্দু ধর্মেতো মেয়েরা বাবা সম্পত্তির কিছুই পায়না কিন্তু নারীনীতি কার্যকর হলে তো অর্ধেক দিতে হবে কিন্তু তারা তো কোন কথা বলছে না? তাদেরতো সমস্যা আর ও বেশি। বো্নকে বিয়ের সময় মোটা অংকের পণ ও দিতে হবে আবার সম্পত্তির অর্ধেক ও দিতে হবে!! তাহলে? তবে কি সনাতন ধর্মের লোকরা মুসলমানদের চেয়ে উদারপন্থি? নাকি সুযোগ সন্ধানী?কারণ আলেমরা যদি নীতি বাস্তবায়ন ঠেকিয়ে দেয় , তাহলে লাভতো তাদের ও। ফাকের দানে ইমেজ ভাল থাকলো। দয়াকরে কেঊ আমার পোষ্টাকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করবেন না। আর করে থাকলে মাফ করে দিয়েন। এটা কেবলই আমার একান্ত ব্যক্তিগত জিঘাংসা। এটার সাথে রাজনীতি ও ধর্মীয় কোন আবেগ নেই। শুধুই জিঘাংসা। কিন্তু আমার ভাবনাটার উত্তর দিয়েন।

আলোচিত ব্লগ
ড. ইউনুস: এক নতুন স্টেটসম্যানের উত্থান
ড. মুহাম্মদ ইউনুস ধীরে ধীরে রাজনীতির এক নতুন স্তরে পদার্পণ করছেন—একজন স্টেটসম্যান হিসেবে। তার রাজনৈতিক যাত্রা হয়তো এখনও পূর্ণতা পায়নি, তবে গতিপথ অত্যন্ত সুস্পষ্ট। তার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে নেয়া,... ...বাকিটুকু পড়ুন
কেয়া তুমি
যুদ্ধাহত আমি,
নিয়তি আমায় ফেলে দিয়েছে, পরাজয়ের হাতে,
রক্তে রাঙা পথের শেষে,
শুধু শূন্যতা আর ক্লান্তির গ্লানি।
আমার তলোয়ার আজ মরিচা ধরা,
স্বপ্নগুলো রকাক্ত।
যে চোখ একদিন জ্বলেছিল আগুনে,
সেখানে আজ শুধু অন্ধকার।
হৃদয়ের প্রতিটি কোণে যুদ্ধের ক্ষত,
নিঃশব্দ... ...বাকিটুকু পড়ুন
উন্নয়নের মহাসড়ক দিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ?
আওয়ামী লীগের তৈরী করা উন্নয়নের মহাসড়ক অনেক চওড়া হয়েছে। সেই মহাসড়কে বাংলাদেশ উঠার পরেও আওয়ামী লীগ পালানোর রাস্তা পেল।অবশ্য তাদের কতিপয় বেকুব ধরা খেয়ে এখন জেলে আছে।... ...বাকিটুকু পড়ুন
সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা
সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা
প্রিয় সহব্লগারবৃন্দ,
দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ আমাদের দোরগোড়ায়। আনন্দ-বেদনা, উৎসব-চিন্তার মিশেলে এই ঈদ এসেছে আমাদের মাঝে। সবাইকে জানাই আন্তরিক... ...বাকিটুকু পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফর কেমন হলো ?
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখনো চীন সফরে রয়েছেন। চীন সফর কে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেনীর মানুষের মধ্যে ব্যাপক হাইপ দেখা যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন সাসেক্সফুল সফর আর কোনো দলের... ...বাকিটুকু পড়ুন