somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

1. নারী পুরুষ ঢিসুম ঢিসুম

২৬ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স দোষ কন আর ছ্যাকা খাওনের জ্বালা কন, আমি নারীদের নিয়া ভাবি। পুরুষদের নিয়াও ভাবি কিন্তু পুরুষজাতি নিয়া ব্যবসা করা বেশি সুবিধার না। তাই নারীই ভরসা।

আমার আগে নারী নিয়া নাকি দেবতারাও ভাইবা গেছেন। দেখেন, ব্যবসার গন্ধ পাইলে কে না ভাবে। একবার বুইঝেন কইলাম। খালি তো আমারেই দোষেন। তয় দেবতারা ঠিক ব্যবসার লাইনঘাট করতে পারে নাই। হেরা নাকি নারীর মনই বুঝে নাই। আমার আগেই এইসব কথা পুরাণে লেইখা গেছে অনেক, যারা ব্যবসায় ফেল মারছিল তারা।

হে হে.... আমার বিজনেস অ্যানটেনা কয়, এই লেখার পাঠক বাড়তাছে। পাঠিকারাও বাড়বো। নারীবাদী ইসু্য নিয়া কথা। এনজিওরাই নারীমুক্তি ইস্যু নিয়া ব্যবসা কইরা কুল পাইতেছে না, আমি তো হপায় শিক্ষানবিশ।

আমার কিছু ধারণা কই নারীদের নিয়া।

নারীদের সতীত্ব বইলা কিছু নাই। এইসব সতীত্বে ফতিত্তে বিশ্বাস করি না। অনেকে কয়, নারীদের দেহ গেল, তাইলে সব গেল। একবার বুইঝেন কইলাম। নারীর দেহ টাই সব। ধইরাই নেয়া হইছে, নারী মানে একটা দেহ, একদলা মাংস, স্তন আছে, যোনি আছে, আর কী লাগব খাইতে। খালি দেবতারা আর পুরুষরা না, অনেক নারীরাও অজান্তে এইটা সত্য বইলা মাইনা নিছেন যে তাগো যেমন কইরা হোক সতীত্বটা রক্ষা করা লাগবো। বিয়ার আগে এইটা গেলে কেইস খারাপ, আপনের মেয়ে তো নষ্টা। কেডা কইছে? সমাজ কইছে, আব্বা আম্মা স্কুল কলেজ মুরুব্বি শিখাইছে, ধর্ম বইয়ে পড়ছি। হেরা কি তয় মিছা কয় না কইতে পারে? বুইঝেন কইলাম।

নারী কইতেই মাথায় ঘুরে সুন্দর সুন্দর বিশেষণ। কোমল, চপলা, চঞ্চলা, লাজুকলতা, লাবণ্যময়ী, লাস্যময়ী, দুর্বলভূজা এমন আরো হাজার কথা। সাথে ফর্সা হইলে সুন্দরী প্লাস। অনেকে এমন কয়, মেয়েলি স্বভাব আমার পোলাটার, খালি শরম পায়। কেউ কয়, তুমি মেয়েদের মতন এত পটপট করতেছ ক্যান? এইসব 'মেয়েলি স্বভাব, মেয়েদের মতন কাজ'.... এইগুলা চাপায়া দেয়া ধারণা। কোন কথা, কোন কাজ, কোন ব্যবসা পুরুষের মতো আর কোনটা নারী গো মতো হইব এইটা কে ঠিক কইরা গেল?

একটু আগে একটা লেখা দেখলাম নুসরাত শারমিন সুমির ব্লগে। লিখছে, মহিলারা নাকি সবসময় পুরুষদের থেইকা একটু বেশি রাগ করেন। হায় রে, রাগের মধ্যেও মহিলা পুরুষ আলাদা আছে। তয় এই বেলা পুরুষ কয় নাই, নারী নিজেই কইতাছে। বুঝেন কইলাম আরেকবার। এমন সিস্টেম করছে চাইরপাশ, এখন নিজেরাই নিজেদের ইস্ক্রু ঢিলা কইরা রাখে।

আরেকটা কথা চালু । মা না হইলে নারী ঠিক নারীই মনে হয় না। নারীর পূর্ণতা মাতৃত্বে। সমাজে তো কাউরে এমনেই মা মা ডাকবো না। আগে বিয়া করতে হইব নয় বিয়ার পিড়িতে বইতে হইব নারীদের। বুঝেন কইলাম।

আচ্ছা বাচ্চার মা না হও, বিয়া টা অ্যাটলিস্ট কইরো, সমাজের চোখে নষ্টা, খারাপ হওয়ার কী দরকার? বিয়া করলে তুমি পাইবা স্বোয়ামীর স্নো পাউডার সোহাগ, বিশ্বাস, সমাজের নিরাপত্তা। ফর্সা হইলে লারেলাপ্পা। সব পুরুষ তোমারে পটাইবো নানা উছিলায়। রাস্তাঘাটে ইসকুলে কলেজে ইন্টারনেটে ব্লগে। বেকার পোলা থেইকা স্পোর্টস রিপোর্টার থেইকা গাড়িওয়ালা পুরুষ সবতে তোমার পিছনে লাগবো। বাইছা নিতে পারবা সুবিধামতো। বউ হিসাবে ফর্সা মেয়েলী নারী হইল গিয়া পুরুষগো একটা অ্যাসেট, স্ট্যাটাস সিম্বল, মাথা উচু কইরা হাঁটতে পারে তারা, শেয়ারে দাম বাড়বো পুরুষগো।

বুইঝেন কিন্তু। এক টাইপের নারীরাও তাই চামেচিকনে পুরুষগো ফান্দে পইরা ফর্সা হওয়ার লেইগা কান্দে। হেরা মনে করে, সমাজের নিরাপত্তা পাওনের লেইগা একটা শিক্ষিত ভদ্র স্বামী পাইলে খারাপ কি? ভালোবাসা আদর সোহাগও পাইলাম, টাকাপয়সা, সামাজিক মানমর্যাদাও পায়া গেলাম। পায়ের তলায় বেহেশত না পাইলাম, বাড়িগাড়ির মধ্যেই বেহেশত খুইজা পামু। তাই নারীগো দরকার একটা বিয়া।

খাড়ান, নারীরা লাফাইয়েন না। পুরুষরা চেইতেন না। কথা শ্যাষ হয় নাই। ব্যবসায়িক কল আইছে একটা। আইসা আরও খোলসা কইরা কমু। এখন গেলাম। জয়বাবা ধান্দাবাজি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৭ রাত ১:৪০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর চর

লিখেছেন মাকার মাহিতা, ২০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩১

নদীর বুকে জেগে ওঠে
একলা চরটি চুপ।
ঢেউয়ের সাথে গল্প করে,
বাতাসে তার রূপ।

ধূসর বালির বুকের মাঝে
কাশফুল দোলে হাওয়ায়,
নদী যবে ছুঁতে আসে
মনের কথা কওয়ায়।

তপ্ত রোদে, ঝড়ের রাতে
থাকে একা সে,
তবু জলের পরশ পেলে
হাসে অকারণে।

নৌকার... ...বাকিটুকু পড়ুন

বাপ মা যা বলেন, সন্তানের মঙ্গলের জন্যেই বলেন।

লিখেছেন নাহল তরকারি, ২০ শে মার্চ, ২০২৫ রাত ১০:১২

এই ভিডিওটি আগে দেখবেন।



একদেশে ছিলো এক মেয়ে। মেয়েটি ছিলো ভালো। কিন্তু ওর পিতা মাতা তাকে বিভিন্ন খারাপ কাজে বাধা দিতেন। খারাপ লোকদের সাথে যেন... ...বাকিটুকু পড়ুন

নামাজের দায়ভার!

লিখেছেন জাদিদ, ২১ শে মার্চ, ২০২৫ ভোর ৫:০১

'নামাজ' - শব্দটা আমার মত বেশ কিছু মানুষের জন্য বেশ বিব্রতকর। কারন একজন মুসলিম হিসাবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যে বাধ্যবাধকতা রয়েছে তা অনেক সময় আমরা পালন করতে পারি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে "রিফাইন্ড আওয়ামী লীগ": পুনর্বাসন নাকি নতুন ষড়যন্ত্র?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫৬


বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক অনিশ্চিত ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘদিনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত ৫ আগস্টের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছে, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। কিন্তু সাম্প্রতিক... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। দ্রুত বুড়িয়ে যাওয়া, মাথা ঘোরানো -----------------

লিখেছেন শাহ আজিজ, ২১ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১০





মহাকাশে সময় কাটানো এবং পৃথিবীর অপরূপ দৃশ্য দেখা অনেকের কাছেই আজীবনের স্বপ্ন। তবে মানবদেহ শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণে কাজ করার জন্যই বিকশিত হয়েছে। তাই মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে সময় কাটানোর পর... ...বাকিটুকু পড়ুন

×