যেমনটা কিনা বেশ কয়েকদিন ধরেই আমরা ব্লগে, সামহোয়্যারইনব্লগের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এবং ব্যাক্তিগত প্রোফাইলে ব্লগারদের ভার্চুয়াল আড্ডা নিয়ে বেশ হৈ চৈ করছিলাম অবশেষে গত রাতে দেশ বিদেশ হতে প্রায় ৫০ জন ব্লগার ভার্চুয়াল প্ল্যাটফরম গুগল মিট এর মাধ্যমে যুক্ত থাকতে পেরেছিলাম।
ব্লগ আড্ডার সময় এক ঘন্টা পূর্ব নির্ধারিত থাকলেও এটি আড়াই ঘন্টা ব্যাপি স্থায়িত্ব লাভ করে এরপরও অনেক ব্লগার আড্ডা ছেড়ে উঠতেই চাইছিলেন না। ভার্চুয়ালি হলেও ব্লগারগন হাসি ঠাট্টা, হৈ-হুল্লোরের কোন কমতি যেমন রাখেন নাই তেমনি করোনা মহামারিতে প্রবাসে থাকা ব্লগারগন তাদের অভিজ্ঞতা শেয়ার করবার পাশাপাশি কিছু পরামর্শও প্রদান করবন, আলোচনা হয় ব্লগারগন কি করে এই করোনা মহামারিতে দুস্থ-অসহায় মানুষদের জন্য কমন একটা প্ল্যাটফরমে মানবিক সহায়তা আবারও চালু করতে পারে, ব্লগের টেকনিক্যাল সমস্যা ও সমাধান নিয়ে জাদিদ ভাই সামহোয়্যারইন ব্লগের নেয়া উদ্যোগগুলো জানান দেন।
নিয়মিত ব্লগারগনের পাশাপাশি প্রধান আকর্ষন ছিলেন পুরাতন এবং অনিয়মিত বেশ কয়েকজন ব্লগার। ব্লগারগন অনেকেই চাঁদগাজী সাহেবকে মিস করছিলেন, তারা ভেবেছিলেন তিনিও যুক্ত হবেন আড্ডায় কিন্তু তার অনুপস্থিতি সবাইকে বেশ হতাশ করে।
অবশ্য গাজী সাব না যুক্ত হতে পারলেও নুরু ভাই সামান্য কিছু সময়ের জন্য যুক্ত হয়েছিলে আমাদের সাথে।
সাংসারিক হাজারো ঝামেলার পরও সময় বের করে ব্লগের আপাগনের মধ্যে উপস্থিত ছিলেন ব্লগার মনিরা সুলতানা, গুলশান কিবরিয়া, সায়মা, শাহিদা তানিয়া, শুভ্রা সাহা প্রমুখ। (কারো নাম বাদ পরে গেলে আমি দুঃখিত)
একটা বড় চ্যালেঞ্জ ছিল ভার্চুয়াল প্ল্যাটফরমে এত গুলা মানুষকে নিয়ে আড্ডা দেয়া কিন্তু খুব চমৎকার ভাবে কোন বিঘ্ন ছাড়াই আমরা জাদিদ ভাইয়ের সঞ্চালনায় চমৎকার একটা ভার্চুয়াল আড্ডা দিতে পেরেছি। আয়োজক হিসেবে আমি যে মানুষটার কথা বলতে চাই, তিনি হলেন আমাদের মঈনুদ্দিন মইনুল ভাই। নেপথ্যে থেকে যিনি ভার্চুয়াল আড্ডাটিকে সফল হবার জন্য সকল ধরনের পরামর্শ এবং সাপোর্ট প্রদান করে চলেছিলে নিরন্তর কিন্তু আফসোস কোন একটা কারনে তিনি আড্ডা আর কন্টিনিউ করতে পারেন নাই।
যাই হোক, এমন আড্ডায় ব্লগারগন আমরা বারবার মিলিত হবো। পরের বার হয়তো বা আরো অনেক বেশী ব্লগার নিয়ে আমরা আড্ডায় মেতে উঠবো। হোক সেটা সর্বশরীরে কিংবা ভার্চুয়ালী।
এটা ব্যাক্তিগত ছবি, সহব্লগারগনের সাথে গতদিন ভার্চুয়ালি আড্ডারত অবস্থায়।
ব্লগারগনের সার্বিক নিরাপত্ত্বা মাথায় রেখে আড্ডার ছবি ব্লার করে দেয়া হলো। ধন্যবাদ।
আপডেটঃ
মা.হাসান ভাইর নিকট হতে ব্লগ আড্ডার আলোচনা সংক্ষেপ,
মা.হাসান বলেছেন: আড্ডা সংক্ষেপ:
রাত আটটায় ছোলা মুড়ি খাওয়ার মাধ্যমে আড্ডার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বিভিন্ন দেশের ব্লগারগন করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বেশকিছু মাপকাঠিতে বাংলাদেশ পাশ্চাত্যের অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছে-- এই জিনিসটি আড্ডায় ঘুরেফিরে আসে।
ব্লগার জেসন ভাই অসুস্থ । এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসাধীন । উনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।
ব্লগার নিমচাঁদ ভাই ব্লগের আপুদের ওনার ফেসবুকে নক করতে অনুরোধ করেছেন।
ব্লগার সেলিম আনোয়ার ভাই জানান উনি পাত্রী খুঁজছেন, বিয়ের জন্য ; তবে বিয়ের আগে অল্পস্বল্প প্রেম করে তবেই বিয়ে করবেন।
বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর চট্টগ্রামের ব্লগারদের আলাদা অ্যাসোসিয়েশন এবং আলাদা আড্ডার বিষয়টি আলোচনা করা হয়। এই সময় সুকৌশলে বরিশালের কৃতি ব্লগারদের টেকনিক্যাল কারণ দেখিয়ে আড্ডা থেকে সরিয়ে দেওয়া হয়।
করোনা পরবর্তী দুটি আড্ডা মনিরা আপু এবং তানিয়া আপুর বাসায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
ব্লগার চাঁদগাজী গায়েবানা ধোলাই করা হয়।
ব্লগে নোটিফিকেশন নামের কোন সমস্যা নেই , এটি আদতে একটি গুজব বলে সিদ্ধান্ত নেয়া হয়।
যারা আড্ডায় অংশ নিয়েছিলেন তাদের আগামী এক বছর কোনোভাবেই জেনারেল করা যাবেনা এই রেজুলেশন পাশ করা হয়।