সোহাগ চাঁদ বদনি।.....টিভি খুললেই এই ধরণের কিছু এড চোখে পড়ে, যেগুলো খুবই দৃষ্টিকটু। বাচ্চাদের টিভির সামনে নিয়ে বসা যায় না. তাছাড়া, দেশে বাচ্চাদের একটি চ্যানেল রয়েছে, সেখানেও এই এডটি অহরহই চালানো হচ্ছে।
সমস্যা হচ্ছে, টিভি এডগুলো যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এই এডগুলো অন্তত আমাদের সংস্কৃতির সাথে মানানসই নয়. আরো কিছু টিভি এডের ভেতর, যেমন: ক্লোজআপ, ডাভ সাবান শেম্পু, ফেয়ার এন্ড লাভলী ইত্যাদি।
তাছাড়া, কিছু এড তো দেখা যায়, তাদের মতো করেই বাংলাদেশী ভার্সন তৈরী করা হচ্ছে!! যা রীতিমত ভয়াবহ!
এডগুলোতে মডেলদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা পাশের দেশের সংস্কৃতি এবং আমাদের দেশের উপর সাংস্কৃতিক আগ্রাসন। তাই, বলবো, নব গঠিত সরকার এই সাংস্কৃতিক আগ্রাসনের উপর গুরুত্ব দিবে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০১