বাংলাদেশী মিডিয়াগুলো দিন দিন তাদের স্বকীয়তা নিজস্যতা থেকে সরে আসছে। দেশের সাংবাদিকগুলো অনেকটা মশা মাছির মতো হয়ে গিয়েছে , যারা মিষ্টির গন্ধ পেলে তাতে ঝাঁপিয়ে পড়েন এবং তা দিয়ে মৌচাক তৈরী করে মধুর থেকেও মিষ্টি কিছু তৈরির চেষ্টা করেন। ইন ফ্যাক্ট , মশা মাছিও তা করে না !! ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলেছে এবং এ নিয়ে মিডিয়াগুলোর রসের হাড়ি উপচে পড়ার অবস্থা। এক তামিমের এক হাতে ব্যাটের কাহিনী নিয়ে পুরো ১ সপ্তাহ কভারেজ এবং শেষ বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে জয় নিয়ে এখনো মিডিয়া গুলো সরব। তাদের নিউজ কভারেজ এবং খেলোয়াড়দের ইন্টারভিউ দেয়ার ধরণ দেখলে মনে হয় মাশরাফি , সাকিবরাও অনেকটাই বিরক্ত। এক পাকিস্তানের সাথে ম্যাচ জয়কে এশিয়া কাপ জয়ের সমতুল্য বানিয়ে ফেলতেও পিছপা হবেন না সাংবাদিকেরা। জয় উদযাপনে প্রস্তুত থাকার জন্য বলছেন মাশরাফি , এমন কিছুও শুনতে হয় ফাইনালের আগে ! যেন বাংলাদেশের ফাইনাল জয় এখন সময়ের ব্যাপার মাত্র !! পাশের দেশের অনুসরণের কিছুটা ছাপ লক্ষ্য করা যায় আমাদের দেশের সাংবাদিকদের মধ্যে। প্রতিবেশী দেশ ভারত , পাকিস্তানে খেলোয়াড় এবং ক্রিকেট খেলাকে নিয়ে অনেক বেশি মাতামাতি এবং প্রতিপক্ষকে আগেই ঘায়েল করা হয় মিডিয়াগুলোর মাধ্যমে। এতো গেলো খেলার আগের অবস্থা , খেলায় নেগেটিভ কোনো রেজাল্ট আসলে ঘর বাড়ি , টিভি সেট ভাঙচুর , গ্যালারিতে সমর্থকদের কান্নার মতো ঘটনা ঘটে যা মিডিয়াগুলো বেশ রসালো ভাবেই উপস্থাপন করে। খেলাধুলোর মাধ্যমে দুটো দেশের ভাতৃত্ববোধ বাড়ছে ঠিকই কিন্তু এ নিয়ে সমর্থকদের মধ্যে কাদা ছড়াছড়িও কম হচ্ছে না। উপমহাদেশে এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করা যায়। কারণ , আমরা খেলাকে নিজের মনে গেথে ফেলি , খেলাকে খেলার মতো ভাবি না।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১