কাঁঠালবাগান এলাকায় ওয়াজ চলছে , মাইকের উচ্চস্বরে পুরো এলাকা হুজুরের চিৎকারে একাকার। বাজার এলাকা হওয়াতে মানুষের হাক-ডাক ও হুজুরের চিৎকারে পুরো এলাকা মানুষের কুরুক্ষেত্র বলে মনে হচ্ছে। শুধু যে বাজার এলাকা তা নয় , আশেপাশে প্রচুর আবাসিক বিল্ডিং রয়েছে যেখানে এবং কাঁঠালবাগান এলাকা বাংলাদেশের ঘিঞ্জি এলাকা গুলোর মধ্যে অন্যতম। বুঝতেই পারছেন , বিল্ডিং এ বসবাসরত মানুষের অবস্থা ! ''পড়বি তো পড় একেবারে নাকের ডগায় এসে '' . কয়েক কদম দূরে খোলা ময়দান থাকলেও তা শূন্যই পড়ে থাকে।
এভাবে মানুষের স্বাভাবিক জীবনে , চলাফেরায় বাধাগ্রস্ত করে আখিরাতে কত নেকি হাসিল করা যায় তা একমাত্র এর আয়োজক এবং হুজুর স্বয়ং বলতে পারবেন। শুধুমাত্র , ওয়াজ নয় বিভিন্ন উপলক্ষ এলেই এলাকায় গান বাজনা থেকে শুরু করে পার্টি চলে রাতভর loud speaker এ গান বাজিয়ে।
হুজুরের কিছু ওয়াজ-নসিহত কানে এলো এবং কৌতূহল জাগলো এর ব্যাখ্যা জানার , যদি ব্লগার রা কেউ জেনে থাকেন , তার নসিহত ছিল এমন ,
'' ওয়াজ মাহফিলে ফাঁকা জায়গা রাখতে নেই
কারণ , ফাঁকা জায়গায় শয়তান বসে থাকে। ''
দূর থেকে শুনছিলাম আর হাসতে হাসতে বাজার শেষে বাসায় ফিরছিলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২