গতকাল ড. জাফর ইকবাল স্যারের ওপর অতর্কিত হামলার পর দেশ বলা যায় ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল জাফর স্যারকে নাস্তিক বলে এই হামলাকে যৌক্তিক প্রমানে ব্যস্ত , নিচের স্ক্রিনশটটি দেখলে যার কিছুটা ধারণা পাওয়া যায় , [নেওয়া হয়েছে ইউটিউব থেকে]
আরেকদল জাফর স্যারের ওপর হামলাকে নিন্দা জানিয়ে বিচারের দাবি করছে। কিন্তু কেন কিছু মানুষ একজন গুণী অধ্যাপককে তার মতাদর্শের ওপর ভিত্তি করে বিচার করছে ?!?
তাদের মতাদর্শের ভিত্তি বা কি ???
তারা যদি সত্যি ইসলাম ধর্মকে মেনে থাকেন তবে কেন চরমপন্থা অবলম্বন করছেন ???
ইসলামে এই ব্যাপারগুলো সমর্থযোগ্য কিনা ??
কোরানে বারবার বলা হয়েছে , তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না , মানুষ হত্যা করো না , একজন মানুষ হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার শামিল।
আলকোরানে বলা হয়েছে ,
আর কোরানের মাধ্যমে হুকুম জারি করে দিয়েছেন যে , যখন আল্লাহ তালার আয়াতের প্রতি অস্বীকৃতিজ্ঞপন ও বিদ্রুপ হতে শুনবে , তখন তোমরা তাদের সাথে বসবে না , যখন তারা প্রসঙ্গান্তৰে চলে যায় , তা না হলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। ............. [ ৪:১৪০]
এ ছাড়াও , সূরা ইউনুস [৪১ , ৪০ , ৯৯ ] নম্বর আয়াতগুলো ওই সকল মতাদর্শের লোকদের জন্য প্রমান স্বরূপ যারা নাস্তিকদের সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে মেধাশূন্য করার প্রয়াস চালায়।
ইসলাম ধর্মে অন্য মতাবলম্বীদের প্রতি সদয় এবং বিনয়ী আচরণ করতে বলা হয়েছে যেখানে কিছু চরমপন্থী মুসলিম তার ভুল নিদর্শন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯