আমি আসলেই কে?
তোমার ভাবনাতে দিনরাত্রি কাহিল যে।
যদি তুমি সে আকাশ নীল,আমি তার বুকে থাকা শঙ্খ চিল
হও যদি নদী,আমি খাঁ খাঁ শূন্য বিল।
যদি হয়ে থাকো ধুলো জমা মেঠো পথ,
আমি তারুপর ছুটে চলা এক উৎসবের রত।
হয়তবা তুমি কোন দুপুরের মুষলধারা বৃষ্টি,
আমি যে অন্ধের অপার্থিব দৃষ্টি।
তুমি যে আমার স্বপ্নিল কোন কল্পনা,
তবে আমি তোমার রাজপথের আল্পনা।
যদি হয়ে থাকো কোন দিনের সোনায় বাঁধানো রোদ,
যার আলতো পরশে আমি হারিয়েছি সকল জাগতিক বোধ।
হও যদি আমার যত্নে লেখা কোন কবিতার ছন্দ,
আমি যে তোর ই প্রেমে ভোলা নন্দ।
হয়তবা তুমি আমার কাব্যিক কোন রাত,
এই আমি তোর প্রেমে হয়েছি রবীন্দ্রনাথ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৪