হারিয়ে যেতে চাই মেঘের মোহনায়,
স্মৃতি ছড়ানো এই শহরের প্রতিটি কোণায়
"ছেলেবেলা" শব্দটি কানে খুব মধুর শোনায়,
যখন কোনো দুঃখকে ধরতাম না ছোট্ট হাতের গোনায়।
.
হাফপ্যান্টে গুটি গুটি পায়ে যেতাম স্কুলে
আগে থাকতাম সবার থেকে রোলে,
সবই অর্জন আমার মায়ের স্নেহের কোলে
ছন্নছাড়া হয়েছি কোনো এক ভয়ংকর ভুলে।
.
পড়তাম,
আমাদের জাতীয় পশু বাঘ
দেশে সবচেয়ে বড় অজগর নাগ
কেউ যদি দিতো সাদা শার্টে দাগ!
ওমা!! কে দেখবি আমার রাগ।
.
তেলে ডুবানো মাথায় করতাম সিঁথি
মনে থাকতো মায়ের আদুরে ভীতি
এখন নেই ভালোবাসার এই রীতি
সর্বহারা আমি সর্বহারা আমার নীতি।
.
কঠোর বাবার কাছে হাজারো বায়না,
ভালোবাসতাম মাটির থালা-বাটি আর গয়না।
শুনিনা আর মায়ের আদুরে ডাক "ওরে ময়না",
বাড়লে বয়স, ভালোবাসার মেঘ আগের মতো রয়না।
.
মায়ের ভালোবাসা বাবার আদুরে শাসন
ছিলো ছেলেবেলার একমাত্র ভূষণ।
.
নিস্পাপ চোখে দেখতাম এই পৃথিবী,
বলতাম"ভাইয়া আমাকে খেলতে নিবি?"
.
হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম
জীবন এখন বিস্বাদ,
যেনো এক গাছ নিম।
.
ঐটা জীবন নয়,ছিলো একটা উৎসব,
ভালোবাসি তোমায় "প্রিয় শৈশব"।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫৬