হেঁটে চলেছি নিরন্তর
যে পথ পিচ ঢালা,
দূর আকাশে বসেছে
ধূসর মেঘের মেলা
মুখ তুলে দেখো
শেষ হয়ে এসেছে বেলা
থামবে কবে এই
নির্মম বাস্তবতার খেলা?
.
আঘাতে আঘাতে জর্জরিত আমি
চেয়ে দেখো,সোনালী সূর্যটা অস্তগামী
গাদা গাদা বইয়ে হয়না কেউ জ্ঞানী
এই সত্যটা সবাই জানি।
.
কেন দেখাও স্বপ্ন মিছে,
অবিরত ছুটি ভুলের পিছে
না জেনে নেমেছি
কর্কশ মিথ্যাের নিচে,
পারো না করতে যাই ইচ্ছে।
.
মুখস্ত করে পর্বতসম বই
মুখে ফোটাও জ্ঞানের খই,
জেনে রাখো আমি তোমার মতো নই
সত্যের সন্ধানে করি সারাদিন টই-টই
.
ঐ দেখো,ধূলো গায়ে পথ শিশুদের
কখনো দিয়েছিলে একটুখানি আদর?
বা দিয়েছিলে ভ্রাতৃত্ত্বের চাদর?
না,করোনি ওদের মানুষ বলে কদর
আসলে,তোমার মতো সুশীলের কাছে,
সে শুধুমাত্র রাস্তার বাঁদর।
.
"আমরা সবাই মানুষ" বলো অর্নগল
কেনো এই নিচু মনের ছল?
দেখেও দেখোনি ওদের চোখের জল।
.
কথা বলার সময়, ছিলে খুবই রুক্ষ
একবারও স্পর্শ করে দেখোনি ওদের দুঃখ
.
ছিঁড়তে ইচ্ছে করে
তোমার এই আবরন
ইচ্ছে করে করতে
অবিরত রক্ত ক্ষরণ
যখন এসেছিলে পৃথিবীতে
কে করেছিলো তোমায় বরণ?
তার কপালে আছে
এক দূর্গন্ধ যুক্ত মরন।
.
তোমায় পাঠালাম একদলা ঘৃণা
কত সুন্দর এই ধরনী তুমি বিনা।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ রাত ১২:৩৫