শিক্ষা,শিক্ষিত।শব্দগুলো যতো কমন, ততই বেমানান আমাদের জন্য।একটা সুন্দর ফিউচার পাওয়ার জন্য হাজারো কলম,দিস্তা দিস্তা খাতা বিসর্জন দেই।স্বপ্নময় রাত কাটে মেডিকেল, বুয়েটের হলগুলোয়।তুমুল কনটেস্ট করে স্বপ্ন পূরন করি।আজ তাহলে আমরা শিক্ষিত!পুথিঁগত শিক্ষায় আমরা শিক্ষিত যদিও মূল্যবোধ বলে একটা বস্তুকণা আমাদের মধ্যে সামান্যই থাকে।যদি থাকতো তবে ডিএমসিতে এই কাহিনী হতো না,সরকারী অফিসার ঘুষ নিতো না।পুথিঁগত বিদ্যার উপর ভর করে মানুষ মেডিকেলে পড়ে,সরকারী চাকুরী করে। প্রায় ১০০ বছর আগেই রবীন্দ্রনাথ বলেছিলেন"আজকের শিক্ষিত প্রজন্ম কোনো মূল্যবান প্রজন্ম না,যোগ্য চাকুরী করার প্রজন্ম"।আমি বলবো এরা এটাও না।কারণ কোনো কর্মক্ষেত্রে কারচুপি-ঘুষ বরদাশত করে না।তবুও এরা এসব করে।আজকাল মূল্যবোধ বিক্রিত হয় টেবিলের নিচে,বিছানার উপর।জ্ঞানীরা বলেন"মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রুভালো"।তারা এটা ভুলে যান শিক্ষিত মানুষ মূর্খ থেকেও ভয়ংকর ক্ষতি করতে পারে।ওয়েল,আমি অনেক লেখাপড়া করে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকুরী করি।কিন্তু মাঝে মাঝে একটু-আধটু কেরোসিনও গিলি!!বাশিঁতে মাঝে মাঝে দম না নিলেও হয় না, তাহলে আমার শিক্ষা কি এইটা ছিলো?
আমি ঐসব শিক্ষিতদের *** না যারা শিক্ষিত কিন্তু মূল্যবোধহীন।পশুও এদের থেকে বেটার।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮