প্লেটো একবার বলেছিলেন"সামাজের দুঃঅবস্থা তখন হবে যখন ভদ্রলোকেরা রাজনীতি ছাড়বে"।আমাদের দেশে কি সত্যিই তাই হয় নি?মূর্খ লোকেরা শিক্ষিত লোকের উপর ছড়ি ঘুরাচ্ছে।দেখেন, শেষ ২৫ বছর কোনো ভালো মানুষ রাজনীতিতে নামচ্ছে না।একসময় শেখ মুজিব,জিয়াউর রহমান,ভাষানী ইত্যাদি ব্যক্তিত্বদের আইডল হিসাবে গন্য করা হতো।মানুষ তাদের দেখেই রাজনীতিতে আসতে চাইতো।মোট কথা দেশের জন্য একটা কিছু করার বাসনা থাকতো।কিন্তু সময়ের ব্যবধানে মানুষের আইডলটা চেঞ্জ হয়েছে।মানুষ নিজের জন্যই কাজ করে, তাতে দেশের যদি উপকার হয় তাহলে ভালো,না হলেও কোনো সমস্যা নেই।মানুষ এখন রাজনীতি করে নাম কামানোর জন্য,দেশের জন্য না।(টপিক চেঞ্জ)। মজার কথা আমাদের পার্লামেন্টেও ৫ম শ্রেনী পাশ এম পি( এম পি আসলাম) আছেন।আরো মজা লাগে যখন দেখি বিম্পির ছেত্রি খালেদা, পুরো দেশ শাসন করেন(অতীতের কথা বলছি)।৮ম শ্রেনী পাশ মহিলা আমাদের জন্য আইন বানাচ্ছেন,বিষয়টা ভাবতেই কেমন লাগে।আর হাম্বা লীগ নিয়ে কিছু বলার নেই।বললেই তো চোখে জেল ছাড়া আর কিছু দেখি না।একটা কথা সাহস দিয়ে বলতে পারি" এতো বছর ক্ষমতায় থেকে হাম্বা লীগ দেশ গঠন নয়,একজন মরা মানুষকে গঠন করেছে।আমাদের দেশকে এরা দুইটা দল আপেলের মতো খাচ্ছে।আসলে দেশে একটা পরিবর্তন দরকার।যেটা করতে পারবে এই তরুণরা।নেক্সট নির্বাচনে পার্লামেন্টে একটা বড় পরিবর্তন দরকার।তবে একটা ঝামেলা আছে,কোনো শিক্ষিত যুবসমাজ যদি মাথা উঁচু করে দাড়াঁতে চায় তবে এ দলগুলা তাদের মাথাগুলো টুক করে কর্তন করবে।কারন ক্ষমতাটা একজন পাইছে তার বাপের কাছ থেকে,আরেকজন প্রানের সোয়ামীর কাছ থেকে।তাই ক্ষমতা এদের রক্তের সাথে মিশে গেছে।রক্ত থেকে ক্ষমতা আলাদা করা এতো সহজ নয়।এদেরকে মরার পর কবর দিতে হইলে চেয়ার সহ কবরে দেওয়া লাগবে।কারন উনাদের পশ্চাদেশের সাথে চেয়ারটা ফ্যাবিকল দিয়ে আটকানো।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫