আছি -
তোমার সকালবেলার চায়ের কাপে,
মনের সিড়ির প্রতি ধাপে ধাপে,
আলো আঁধারের সন্ধিক্ষণে জেগে আছি।
আছি -
তোমার সকল খেয়ালে বেখেয়ালে,
ভেতর বাহিরের তাবৎ দোলাচলে,
ভুল শুদ্ধের মাঝখানে ঠিক আছি।
আছি -
তোমার প্রিয় অপ্রিয় স্মৃতির মায়ায়,
প্রতি পদক্ষেপের ছায়ায় কায়ায়,
মুদ্রার এপিঠে ওপিঠেও আমি আছি।
আছি -
তোমার অস্তিত্বের সর্বস্ব জুড়ে,
তৃতীয় বন্ধনীর ভেতরের প্রতি স্তরে,
সত্যি মিথ্যে দুটিতেই মিশে আছি।