অদ্ভুত এক সন্ধ্যা নামে নগরের বাঁকে,
ঘুরে ফিরে শব্দ কিছু তোমায় ভাবায়;
যুবক বিকেল যেমনি করে রাত্রি আঁকে
শব্দেরা ঠিক তেমনি করে আঁকে তোমায়।
এই লেখাতে আমার কোনো কৃতিত্ব নাই –
তোমারই জন্যে জমে শব্দের চোখে জল।
ব্যথা যবে বন্ধু বেশে আমায় জড়ায়
কাব্য হয়ে ফোটে আমার দুঃখ সকল।
চতুর্দিকে ঘটছে কেবল তুমুল ক্ষতি,
নতুন ব্যথা দুয়ারে ঐ অপেক্ষমান।
তবু আমি আস্থা রাখি নিজের প্রতি –
এর সবই কি মিথ্যে? সব শুধুই অভিমান?
আঘাতের দাগ মুছে গিয়েছে আঘাতে,
সুখে আছি বেঁচে থেকে ব্যথার সাথে।
© অদ্রি অপূর্ব