||
Paan Singh Tomar ভারতের ৫০-৬০ দশকের সময় সাতবারের জাতীয় steeplechase-এর চ্যাম্পিয়ন ছিলেন। এশিয়ান গেমস-এ ভারতকে প্রতিনিধিত্ব করেও বেশ ভাল রকম সাড়া ফেলেছিলেন এই কিংবদন্তী। ইন্ডিয়ান আর্মিতেও সার্ভ করেছিলেন উনি। তবে পরিস্থিতির শিকার হয়ে তাকে ডাকাত হয়ে যেতে হয়। সমসাময়িক সমাজের শোষণ, নিপীড়ন, আইনি ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিদের মেরুদন্ডহীন থাকা___ এইসমস্ত কারনে তাকে এমন হতে হয়। শোষকদের জন্য এক জীবন্ত আতঙ্ক ছিলেন উনি। অপরদিকে দুঃস্থ, অসহায়দের জন্য রবিন হুড স্বরূপ। এমনই এক পিকিউলিয়ার ব্যক্তির জীবনী নিয়ে করা হয়েছে একই নামের মুভিটা।
মুভিতে প্রধান চরিত্রে ইরফান খান অসাম ছিলেন। এমনিতেও উনাকে আমার অনেক ভাল লাগে, এই মুভতেও তার ব্যতিক্রম না। একেবারে খোদ সেই মানুষটাই যেন। মাহি গিল ও সুপার্ব ছিলেন। ডাইরেকশন, ক্যামেরার কাজ, বাহ্যিক স্কোর, মিউজিক, চরিত্রের উপস্থাপন এইগুলোও মুভিতে নজরকাড়া। অপ্রেসরদের বিরুদ্ধে নিজেও চলতেছি পান সিং এর সাথে এমন মনে হওয়াটা অস্বাভাবিক না

পান সিং একটা ট্রেড মার্ক এর নাম, এই steeplechase ক্যাটাগরিতে উনি এখনও এক বিষ্ময়। কিন্তু ভাগ্য বলি আর সিচুয়েশন বলি বা অসময়ে আগমন বলিই না কেন উনি হয়েছেন চরমভাবে বঞ্চিত। প্রাপ্য কোন মূল্যই উনাকে দেওয়া হয়নি জীবদ্দশায়। বরং তাকে হতে হয়েছে সমাজের ত্রাশ ডাকু। বেশ ট্র্যাজিক টাইপের ব্যাপার এটা। এইসবই খুব ভাল করে দেখানো হয়েছে মুভিটাতে। কাইন্ড অফ হিস্ট্রী বলা যায় এটাকে তবে ট্র্যাজিক অবশ্যই।
ডাউনলোড লিঙ্ক => ৭২০পি ৪৫০মেগা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৬