"বাদুড় বলে, ওরে ও ভাই সজারু
আজকে রাতে দেখবে একটা মজারু।
আজকে হেথায় চামচিকে আর পেঁচারা
আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা।"
বহুদিন পর আজ বই বিচিত্রায় খুঁজে পেলাম সুকুমার রায়ের অনবদ্য 'হযবরল'। মশারির ভেতর বসে এখন সেটা পড়া হচ্ছে। একবার আমি পড়ি। একবার পড়ে বউ। ছোটবেলার কথা মনে পরে যাচ্ছে বারবার ...আর হাসির দমকে দম আটকে আসার যোগার হচ্ছে। সুকুমার এর তাল, ছন্দ আর রসবোধ আজকের দিনেও অতুলনীয়।
ইচ্ছা ছিল আরো লিখার, কিন্তু কাকেশ্বর, শ্রী ব্যাকরণ শিং খাদ্যবিশারদ, হিজিবিজবিজ (ওরফে তকাই, যার শ্বশুড়ের নাম 'বিস্কুট') আর ন্যাড়া গাতক মিলে শুরু হয়েছে চরম হট্টগোল। বৃহস্পতিবার রাত কাটানোর জন্য হজবরল আর এক কাপ গরম চা-ই যথেষ্ঠ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮