কারার ওই লৌহ-কপাট
ভেঙে ফেল্, কর্ রে লোপাট
রক্ত-জমাট শিকল-পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয়-বিষাণ
ধ্বংস-নিশান উড়ুক প্রাচী’র প্রাচীর ভেদি
গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত-স্বাধীন সত্যকে রে
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে
ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয়-দোলা
গারদগুলা জোর্ সে ধরে হ্যাঁচকা টানে
মার হাঁক্ হায়দরী হাঁক্ ,
কাঁধে নে দুন্দুভী ঢাক্, ডাক্ ওরে ডাক্ মৃত্যুকে ডাক জীবন-পানে।
কিছু কিছু গান কখনো পুরনো হয় না, এই গানটাও সেরকমই। আজ বড্ড বেশি মনে পড়ছে। কেন মনে পড়ছে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই।
ব্লগের এবং দেশের ছাগুকূল একদিন নিশ্চিহ্ন হবে, এই সুখস্বপ্নটা দেখতে বড় সাধ হয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫২