গুলশান, বানানী ও তার আশে পাশের বেশ কয়েকটি পরিবারের যুবক ছেলেদের পাওয়া যাচ্ছে না।


লেখাটি সত্য, মিথ্যা, নাকি গুজব যাই হোক সেটা যাঁচাই করার অতটা প্রয়োজন মনে করছি না এ জন্য যে প্রকৃত পক্ষেই বাংলাদেশ এখন ডেঞ্জার জোনে আছে এ ব্যপারে আমার মনে হয় না কেউ সন্দেহ পোষণ করবে।
যদি সত্যিই আবার জঙ্গিরা কোন মার্কেট বা রেস্তোরা ঘেরাও করে তাহলে কিভাবে এই হামলার মোকাবেলা করা যায় এবং মৃত্যুর সংখ্যা শুণ্য নামিয়ে আনা যায়? কিভাবে বিনা রক্তপাতে জঙ্গিদের গ্রেফতার করা যায়?
তাও আবার বিনা রক্তপাতে??

ইয়েস আই'ভ এ্যন আইডিয়া


আমরা একটা গেম খেলব আর এর নাম হচ্ছে সাইকলোজি গেম, হিপনোটাইস বা সম্মোহন বিদ্যা। আমি ৯৯% শিওর এটা কাজে দিবে। কজ আই'ভ এ্যন এক্সপিরিয়েন্স এবাউট ইট

এই পরিকল্পনার পূর্ব শর্ত হচ্ছে - আমার এই লেখা কোন জঙ্গি পড়তে পারবে না বা আমার এই লেখার আইডিয়া তাদের কাছে পৌঁছানো যাবে না। যদি কোন কারণে এই আইডিয়া জঙ্গিদের কাছে পৌঁছে যায় তাহলে পুরো পরিকল্পনা ভেস্তে যাবে হিতে বিপরীত হবে এবং মৃত্যুর সংখ্যা দ্বিগুন হবে।


তাই যারা আমার এই লেখা পড়ছেন সকলের কাছে অনুরোধ ভুলেও লেখাটা ফেসবুকে শেয়ার করবেন না এবং আমিও ফেসবুকে শেয়ার দিব না। ( যদিও জঙ্গিরা সব সময় আমাকে চোখে চোখে রাখে)
যদি আপনার মনে হয় আমার আইডিয়াটা ফলপ্রসূ হবে তাহলে বড়জোড় মেইল করে পোস্টটি আইন শৃংখলা বহিনীর কাছে পৌঁছিয়ে দিতে পারেন।

এই খেলায় ২০/৩০ জন আলেমকে যদি পূর্ব থেকেই প্রশিক্ষণ দেয়া যায় বা মহড়া করে নেয়া যায় তাহলে সবচেয়ে ভাল রেজাল্ট পাওয়া যাবে। মনে রাখতে হবে ভীতু,দুর্বল, হার্টের রোগী,আত্নবিশ্বাস কম এ জাতীয় আলেমদের দ্বারা হবে না। এই কাজটিতে আত্নবিশ্বাস থাকতে হবে শত ভাগ এক্কেবারে ১০০ তে ১০০ বিশেষ করে গ্রুপের যে নেতৃত্বে থাকবে তার তো অবশ্যই। আর শারীরিক গঠণে লম্বা,চওড়া, একটু হুস্টুপুষ্টু ব্যক্তিত্ব সম্পন্ন আলেমদের সিলেক্ট করতে হবে।
ওয়েল, এবার তাহলে জঙ্গি ধরার কৌশলটা শেয়ার করি- জঙ্গি হওয়ার পুরো ব্যপারটিই হচ্ছে সাইকোলজীক্যাল ব্যপার আর এর সাথে জড়িত থাকে ধর্ম এবং তাকে উস্কে দেয়ার কাজটি করেন কোন এক বড় ভাই,নেতা, গুরু,আমীর যাই বলি না কেন, এমন এক বা একাধিক কোন ব্যক্তি তার ব্রেইনটি পরিপূর্ণ ওয়াশ করেন।
কেন এবং কিভাবে একজন মুসিলাম জঙ্গিতে রুপন্তরিত হয় এ ব্যপারে মোটমুটি ধরণা পেতে এই পোস্টের নিচে কিছু কমেন্ট করেছি তা দেখতে পারেন। view this link
আশা করি কিছুটা ধাণা পেয়েছেন- এবার আসি মূল পয়েন্টে। ধরি, কোন এক রেস্তোরা অথবা মার্কেট জঙ্গিরা ঘেরাও করে নিয়ন্ত্রণে নিয়ে নিলো। এমত অবস্থায় আইন শৃংখলার যত চৌকশ বাহিনীই যে পদক্ষেপ গ্রহণ করুক না কেন হত্যাকান্ড ঘটবেই। বিনা রক্তপাতে জঙ্গিদের হাত থেকে মার্কেট দখল মুক্ত করা যবে না, এটা খুবই দূরুহ একটা কাজ
আমার আই্ডিয়াটা হচ্ছে কোন ধরণের সামরিক অভিযান না চালিয়ে ২০/৩০ জন আলেমদের ডাকতে হবে সাদা ধবধবে পোশাক পরিহিত আলেম, ডান হাতে কোরান শরীফ বুক বাড়াবড় ধরতে হবে এবং বাম হাতের শাহাদত আ্ঙুল আকাশের দিকে থাকবে। কয়েকজনের হাতে থাকবে পবিত্র কাবা শরীফের ছবি,কয়েকজনের হাতে থাকবে সাদা পতাকায় কালেমা শহাদত লেখা পতাকা। আলেমগণ আললহু আকবার আলহু আকাবর ঊচ্চ স্বরে এবং পূর্ণ আত্নবিশ্বাসের সহিত রব তুলে মার্কেটের দিকে এগিয়ে যাবে। জঙ্গিদের কিছুটা কাছাকাছি গিয়ে সূরা, ইয়াসিন,আররহমান,আয়াতুল কুরছি এই সূরা গুলো পাঠ করে শুনাতে হবে এবং ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে যেত হবে। এবার আলেমগণ জঙ্গিদের খুব কাছাকছি চলে এসেছেন। ইটস ভেরী ইম্পরটেন্ট মোমেন্ট। এই সময়ে জঙ্গিদের ঠিক চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জলেমিন এই দোয়াটা অত্যন্ত আত্ন বিশ্বাসের সহিত পাঠ করে ওদের শুনাতে হবে এবং আলেমদের যে নেতা সে ওদের বলবে বাবারা আমরা এসছি তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে এবং তোমাদের সাথে মাশওয়ারায় বসতে ( আলোচনায় বসতে) এই বলে এক এক জন আলেম নিজেদের পরিচয় প্রদান করবেন, আমি বাইতুল মুকাররমের ঈমাম, আমি বাইতুল জান্নার খতিব, আমি আবু হুরায়রা মাদ্রাসার প্রধান শিক্ষক,আমি মহা গ্রন্থ আল কোরানের হাফেজ.. ইত্যাদি বলে। তারপর আলেমদের প্রধান কোরান হাতে রেখে শপথ করে ওদের বলবে আমি মাহা গ্রন্থ আল কুরআন ছুঁয়ে শপথ করে বলছি তোমাদের অস্ত্র আমাদের কাছে জমা দাও। তোমাদের কেউ গ্রফতার করবে না। তোমরা আমাদের সাথে মসজিদে যাবে তারপর আলোচনায় বসব।

আমি শিওর ওরা তাই্ করবে। তারপর জঙ্গিদের নিয়ে মসজিদে গিয়ে ওদের বুঝিয়ে যার যার অভিবাবক ডেকে বাসায় পাঠিয়ে দিতে হবে তারপর কোন পুনর্বাসন সেন্টারে ভর্তি করতে হবে। ওদের যারা ব্রেই ওয়াশ করেছিল তারা কোন মতেই যাতে ওদের সাথে যোগাযোগ স্থাপন না করতে পারে সে ব্যপারে সদা সতর্ক থাকতে হবে। কোন মতেই ওদের গ্রেফতার করে জেলে ঢুকানো যাবে না। পুনর্বাসন সেন্টারে থাকা অবস্থায় আইন শৃংখলার বাহিনীর সদস্যরা বুন্ধ বেশে ওদের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করে নিবে। মানে ওদের গুরু কে? ওদের যাবতীয় কার্যক্রম ইত্যাদি।
আমার এ আইডিয়াটা কতটুকু ফলপ্রসু হবে? উপরে বর্ণনাকৃত সবকিছু যদি ঠিকঠাক মত করা যায় তাহলে এটা ৯৯% কাজে দিবে এবং এটা আমার মনগড়া মস্তিস্ক প্রসূত নয়, সম্পুর্ণটাই বিজ্ঞান ভিত্তিক। যদিও এখানে সূরা, কেরাত আছে খিক


এমনও হতে পারে কোন জঙ্গির হাত থেকে রাইফেল তার মনের অজান্তেই পরে যাচ্ছে। কেউ হয়ত নির্বাক স্তব্ধ হয়ে যাবে। কেউ হয়ত কেঁদে ফেলব। ইউ বিলিভ ইট অর নট, এই ঘটনাগুলোর এক বা একাধিক ঘটনা ঘটবে এবং ঘটবেই মাস্ট বি ঘটবে।

আর এর পুরোটাই বিজ্ঞান ভিত্তিক। বলা বাহুল্য ( মুসলিম ভাইয়েরা রাগ করবেন তবুও বলছি) এখানে ওই কোরান, সূরা কেরাত, দোয়া,পাঠের কোনই মূল্য নেই। মানে উক্ত সূরা কেরাত,দোয়া,পাঠ, হাতে কোরান থাকার করণে ঐশ্বরিক ভাবে আল্লাহ কোন রহমত বর্ষণ করে জঙ্গিদের মনে দয়া ঢুকিয়ে দেননি বা ফেরেশতা পাঠিয়ে তাদের শক্তিকে হরণ করেননি। এখানে আল্লা খোদা, ফেরেশতার কোন হাতই ছিল না।


একসময় আমি নিজেই জেহাদী মাইন্ডেড ছিলাম,




এইবার আসি এর প্রতিবন্ধকতায় বা রিস্ক কতটুকু? হুমম সবকিছুর ফিফটি ফিফটি চাঞ্চ থাকে। নিছিদ্র নিরাপত্তা বলতে কিছু নেই্। ভুল হবার সম্ভবনা কমবেশি থাকেই। প্রভাবিলিটির দিকে দিয়ে আমি একে ৯৯% সফল হবে বলে দাবি করলেও। এর সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা আর তা হলো ২০/৩০ জন আলেম কি জীবনের এই রিস্ক নিবে? কার এত বড় সাহাস যে হিংস্র খুধার্ত সিংহের ডেরায় যায়?
আলেমদের সাহসী করে গড়ে তোলার উপায় একটা আছে আর তা হল জেহাদী বাণী


এজন্য বড় বয়স্ক বুজুর্গ কোন আলেম দ্বারা অন্যন্য আলেমদের বুঝাতে হবে যে অন্যের জীবন বাঁচানোর তাগিদে যদি কেউ মৃত্যবরণ করে তাহলে তার চেয়ে উত্তম মৃত্যু আর হতে পারে না এবং তা জিহাদের সমত্যুল্য মৃত্যুর সাথে সাথে আল্লহপাক তাকে জান্নাত দান করিবেন যার নিচে সরাবের নহর বইবে।


ধরে নিলাম সাহসী কয়েকজন আলেম পাওয়া গেল কিন্তু তারা কি সকলেই ঐক্যমতে পৌঁছাতে পারবে? একেক জন যদি আবার একেকে ভাবে ফতওয়া দেয়া শুরু করে তাহলে তো নিজেদের মধ্যেই গন্ডোগোল লেগে যাবে

মনে রাখতে হবে এই গেম খেলার জন্য আলেমদের বিকল্প কিছু নেই আলেম ছাড়া এই গেম খেলা যাবে না মনে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। ঠিক যেমন হিংস্র, কুকুর,হিংস্র বাঘ,ভাল্লুককে কেবল তার মনিবই বশ করতে পারে ঠিক তেমনই আরকি।
অভিযানের দূর্বল দিক এই অভিযান শুধু প্রথমবারই সফল হবে দ্বিতীয়বার আর সফল হবে না। মানে জঙ্গিদের যারা ব্রেই ওয়াশ করে তারা যখন বুঝতে পারবে এভাবে তাদের আল্লার আইন প্রতিষ্ঠা করতে বাঁধা দেয়া হচ্ছে তখন তারা জঙ্গিদের এ্যন্টি হিপোনোটাইস ভ্যাকসিন দিয়েই হামালা করতে পাঠাবে তাদের ওভাবেই ব্রেইন ওয়াশ করবে। আরেকটি বড় দূর্বল দিক হল, কোন কারণে যদি এই পোস্টের লেখাগুলো জঙ্গিদের কাছে চলে যায় তহালে এ অভিযান প্রথমবারেই ব্যর্থ হবে সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বাড়বে।


উপসংহার: জাস্ট আইডিয়া শেয়ার করলাম আর কি। আপনাদের কাছে আরও ভাল কোন আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন। অথবা মন্তব্যে আমার এই আইডিয়াটাকে আরও কিভাবে ঝুঁকিমুক্ত করা যায় তা আলোচনা করা যেতে পারে।
আর হ্যাঁ কেউ যদি মনে করেন আমি ইচ্ছে করে ভুল ভাল বুঝিয়ে আলেমদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। এই আই্ডিয়া কোনই কাজে দিবে না। জ্ঞানী আলেমদের মারার নাস্তিকের এটা একটা ষরযন্ত্র।

(A- আর তাই আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে ঘোষণা করছি যে, প্রয়োজন হলে আমি নিজেই আলেমদের ওই গ্রুপে থাকতে রাজি আছি। যদিও আমার আলেমদের মত বড় দাড়ি নেই তাতে সমস্যা নেই নকল দাড়ি লাগিয়ে নিবো। আর আমার সাথে ২০/৩০ জন আলেম থাকার প্রয়োজন নেই জাস্ট ১০ জন আলেম হলেই আমার যথেষ্ট। ইনশাআল্লাহ আমি পারব।

আমি মনে করি দেশের জন্য, দেশের সম্মান রক্ষার্থে, মানুষের জন্য, জীবন বিলিয়ে দিতে পারাটা গৌরবের আর এ জন্য আমার পরকলের বহেশতের কোনই প্রয়োজন নেই। ( আমাকে কিন্তু আবার দেশপ্রমিক চেতনা খোর বলে গালি দিয়েন না


সবাই দলে দলে 'জঙ্গি দমন কমিটি' (জদক) এ যোগ দিন। view this link
আমি আবার বলছি- কেউ যদি মনে করেন আমি ইচ্ছে করে ভুল ভাল বুঝিয়ে আলেমদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। এই আই্ডিয়া কোনই কাজে দিবে না। জ্ঞানী আলেমদের মারার নাস্তিকের এটা একটা ষরযন্ত্র। তাহলে দ্রষ্টব্য A আবার দেখুন।
ধন্যবাদ।
শেষ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭