গতকাল দাদার সাথে ব্লগের পিকনিক-এ গিয়েছিলাম। ব্লগ নিয়ে এতো এতো আলোচনা হচ্ছিল দেখে আমিও সিদ্ধান্ত নেই আমিও ব্লগার হবো। তাই এইমাত্র রেজিষ্ট্রেশন করলাম।
আমাকে আরো ৭দিন ব্লগ কর্তৃপক্ষ নিরক্ষণ করবে। আমি পাজি নাকী দুষ্টু

গতকাল দাদার সাথে ব্লগের পিকনিক-এ গিয়েছিলাম। ব্লগ নিয়ে এতো এতো আলোচনা হচ্ছিল দেখে আমিও সিদ্ধান্ত নেই আমিও ব্লগার হবো। তাই এইমাত্র রেজিষ্ট্রেশন করলাম।
নদীর বুকে জেগে ওঠে
একলা চরটি চুপ।
ঢেউয়ের সাথে গল্প করে,
বাতাসে তার রূপ।
ধূসর বালির বুকের মাঝে
কাশফুল দোলে হাওয়ায়,
নদী যবে ছুঁতে আসে
মনের কথা কওয়ায়।
তপ্ত রোদে, ঝড়ের রাতে
থাকে একা সে,
তবু জলের পরশ পেলে
হাসে অকারণে।
নৌকার... ...বাকিটুকু পড়ুন
'নামাজ' - শব্দটা আমার মত বেশ কিছু মানুষের জন্য বেশ বিব্রতকর। কারন একজন মুসলিম হিসাবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যে বাধ্যবাধকতা রয়েছে তা অনেক সময় আমরা পালন করতে পারি... ...বাকিটুকু পড়ুন