বেলা বোসেদের এখন অনেক কিছু ভাবতে হয়।চাকরিটা পেয়ে গেলেই এখন আর বেলাদের পাওয়া হয়ে ওঠে না।
এখন বেলারা নিজেদের পাশাপাশি ফ্যামিলির ডিম্যাণ্ডটাও বোঝে।
বেলাদের পরিবার চায় সিকিউর ক্যারিয়ার,ঢাকায় অন্তত একটা হলেও ফ্ল্যাট,বেলাদের পরিবার চায় না শ্বশুরবাড়িতে বেলার কোন ননদ থাকুক।শ্বাশুড়ি না থাকার ব্যাপারটা মনে মনে কল্পনা করা যায়,মুখ ফুটে বলা যায় না,বেলার মা নিজেও তো শ্বাশুড়ি,বেলাও কারও না কারও ননদ।
বেলাদের পরিবার চায় ছেলে ভার্সিটির চৌকাঠ মাড়িয়ে প্রাইভেট সেক্টরে দাপিয়ে বেড়ানো এক্সিকিউটিভ বা প্রলিফিক কোন ইন্জিনিয়ার হোক,সাথে হোক ড্যাম স্মার্ট,খ্যাত জামাই আজকাল চলে না।
শুধু স্মার্ট হলে বেলার ফ্যামিলির হয়তো চলে,বেলার চলে না।আধুনিক বেলারা স্মার্টনেসের সাথে সাথে ক্যারেক্টারও চায়,সুফি ক্যারেক্টার,যে ক্যারেক্টার বেলা ছাড়া জগতে কাউকে দেখে না,কাউকে চেনে না।
বেলারা বোঝে না,ভার্সিটি তৈরি হয়েছে কর্পোরেট স্লেভ বানানোর জন্য,সুফি প্রোডাকশন সেন্টার অন্য কোথাও।
সিক্স ডিজিট স্যালারি ছাড়া বেলার বাবার প্রেস্টিজ থাকে না,বেলার রিলেটিভদের প্রেস্টিজ থাকে না যদি না বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের লোকজন না থাকে।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যির পরের লাইনটা তাই "এখন আর কেউ আটকাতে পারবে না" হয় না।
এখন আটকে যাওয়ার অনেক কারন থাকে।
বেলা বোসেদের ভালোবাসা হারায় সামাজিকতার ব্ল্যাকহোলে।
মিথ্যে কথার শহরটা তাই মিথ্যে কথাতেই ডুবে থাকে,লাল নীল সংসারটা আর সত্যি হয়ে ওঠে না।
২৪৪১১৩৯ এ ফোন করে বেলাদের এখন পাওয়া যায় না।লাইন বিজি।অনেক অনেক অপশন।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ দুপুর ১:৫৮