খুব ইজি একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকতেছেনা। জিপি থেকে একটা মেসেজ আসলো বায়োমেট্রিকের পর তারা আমাকে ২০০ টাকা টকটাইম দিবে একেবারে ফ্রি। আর বায়োমেট্রিকের পর ৯ টাকায় ১ জিবি ত দিবেই। ১ জিবি নেট এর রেগুলার মুল্য ৯০ থেকে ২৭৫ টাকা পর্যন্ত।
রবি মেসেজ দিল বায়োমেট্রিক করলেই আমাকে ৫০ টাকার টকটাইম দিবে। আরো দিবে ইন্টারনেট। কত দিবে দেখিও নাই। আরো দেখলাম প্রতি ঘন্টায় যারা বায়োমেট্রিক ফাদে পা দিবে তাদের হাজার হাজার টাকা পুরস্কার দিবে আর দিনে একজনকে করবে লাখোপতি। লাখ টাকা এমনি এমনি তারা মানুষকে বিলিয়ে বেড়াইবে। কি দয়ালু সব। এমন হলে আর কিছুদিন পর গরীব মানুষ খুজতে হারিকেন লাগবে।
টেলিটক দিচ্ছে ১০ টাকায় ১ জিবি যার আগামী প্যাকেজ ধরলেও দাম পড়ে ১২০ করে আর তিন মাসে আসে ৩৫০ এর বেশি।
এই যে এত টাকা তারা আমাদের দিচ্ছে এই বায়োমেট্রিকের জন্য তাদের লাভ টা কি? আমরা বাঙালী ফ্রি আলকাতরা পেলেও ছাড়িনা বলে লুফে নিচ্ছি সব অফার। ইয়াহু।
একবার ভাবুন ত রক্তচোষা কোম্পানী গুলো আমাদের এত ফ্রি দিচ্ছে এর পিছনে তাদের বৃহৎ স্বার্থ থাকবেনা তা কিভাবে হতে পারে। ছোট মাথায় আসলেই ঢুকে না এসব। তবে আমরা যে ২য় তম ডিজিটাল বোকা দেশ এটা মাথায় ঢুকতে কস্ট করা লাগে না।
বায়োমেট্রিকের ফাদে পা দিয়ে এত সব অফার, বায়োমেট্রিক করলেও নিতে ইচ্ছা হয় না। ওরা দিবে ফ্রি উসুল করবে না, তা কিভাবে হয়। আল্লাহ ভাল জানে এর রহস্য। আল্লাহ সবাইকে অনাকাঙ্খিত বিপদের হাত থেকে রক্ষা করুন।
ছোট মাথায় সত্যিই ঢুকে না এত ফ্রি অফার কেনো, ভাল জিনিস হলে সবাই আগ্রহ নিয়ে বায়োমেট্রিক করবে, ফ্রি দেবার কথা বলে বায়োমেট্রিক করানোর কি দরকার ছিল!!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ ভোর ৬:০৫