গত দু’দিনের ঢাকা ছিল অনেকটাই অন্যরকম। রাস্তা-ঘাটে জ্যাম নেই, বাতাসে কালো ধোঁয়ার গন্ধ নেই...এমন ঢাকার দেখা কিছু বিশেষ দিনেই পাওয়া যায়। কিন্তু দিন দুটো কি আসলেই বিশেষ ছিল? হ্যা ছিল! বাংলাদেশের কলঙ্কের দুটি বিশেষ দিন। ছোট করে বললে দাঁড়ায়, “war of the saviors”। দেশের ভিতরেই দুই দেশ-রক্ষি বাহিনীর অস্ত্র সজ্জিত মুখোমুখি অবস্থান। ঠিক বুঝে উঠতে পারছি না, এমন একটি ঘটনায় দেশের নাগরিক হিসেবে কষ্ট পাবো নাকি লজ্জিত হবো।
এই সমগ্র ঘটনা গুলোর দায়ভার কারা নেবে? বিডিআর, সেনাবাহিনী, সরকার নাকি সাধারন জনগন? সরকারকে দোষ দিয়ে বাংলাদেশের এতগুলো বছরের কলঙ্কিত রাজনীতির কথা আর টেনে আনতে চাই না। তাহলে? এর জবাবদিহি জনগনের কাছে কারা করবে? এ প্রশ্নের সাম্ভাব্য কোন উত্তর আমার জানা নেই। গনতন্ত্রের দেশে জনগন জবাব চায় না, জনগনের সরকার জনগনকে জবাবও দেয় না।
গত দু'দিনে যা যা হয়েছে সব মেনে নিলাম। কিন্তু কেবল মেনে নিতে পারছি না ৫০টির ও বেশি পঙ্গু হয়ে যাওয়া পরিবারের পরিনতি। গুলিবিদ্ধ আজকের এই লাশ গুলো দু'দিন আগেও কারো সন্তান ছিলেন, দু'দিন আগেও কারো বাবা ছিলেন, দু'দিন আগেও কারো স্বামী ছিলেন। কিন্তু এখন এই পরিবার গুলো হয়ে গেল নিঃস্ব। কি দোষ ছিল ওদের?
সরকার সকল বিদ্রোহীদের সাধারন ক্ষমা প্রদান করল। সেই ক্ষমার নিচে কি এতগুলো পরিবারের বুক ফাঁটা আর্তনাদ চাপা পরে যাবে? ওরা কি আসলেই ক্ষমার যোগ্য? অবশ্যই না ! ওরা পঙ্গু হয়ে যাওয়া সেই সব পরিবার গুলোর কাছে অপরাধি!
খুব কষ্ট হয় এই ভেবে যে, আমি এমন এক দেশের নাগরিক যেখানে দেশ রক্ষীরা নিজেদের গুলি করে মারে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৯