আমরা কি প্রতিবাদ করতে পারি !!!??????????????
গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইল নতুন করে বোমা হামলা চালিয়েছে।
অষ্টম দিনের মতো গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল ভোরেও গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি জঙ্গি বিমান থেকে হামলা করা হয়েছে। গতরাতে হামলার তীব্রতা বাড়িয়ে দেয় ইসরাইল। এর ফলে গত ২৪ ঘণ্টারও কম সময়ে অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ১৩৯ জন নিহত হয়েছে। এদের অনেকেই শিশু ও নারী।
রাতে বেশ কিছু উচ্চ শব্দের বিস্ফোরণের পর ওই এলাকার বেশ কিছু অংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গাজাকে মাটিতে মিশিয়ে দাও এদিকে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের ছেলে গিলাদ শ্যারন বলেছেন, তেল আবিবের উচিত গাজাকে পরমাণু অস্ত্র দিয়ে জাপানের হিরোশিমা শহরের মতোই মাটিতে মিশিয়ে দেয়া। ইসরাইল যখন গাজার নিরপরাধ নারী ও শিশুদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখনই এ আহ্বান জানালেন শ্যারনের ছেলে গিলাদ। সাবরা ও শাতিলা গণহত্যার কুখ্যাত কসাই হিসেবে চিহ্নিত শ্যারনের ছেলে ইসরাইলি দৈনিক 'জেরুজালেম পোস্ট'-এ লেখা এক নিবন্ধে এই অভিমত প্রকাশ করেছেন। গিলাদ শ্যারন লিখেছেন, ইসরাইলের উচিত গাজাকে হয় ধ্বংস করে দেয়া, অথবা আবার শহরটি দখল করে নেয়া। উল্লেখ্য, আমেরিকা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল। ফলে কয়েক মিনিটের মধ্যে কয়েক লাখ জাপানি নাগরিক প্রাণ হারায়। ইসরাইলের কাছেও কয়েকশ পরমাণু অস্ত্র রয়েছে.।
ইসরাইলি বর্বরতার কিছু ছবি:
আমরা ত সবাই নিরব ।এবং থাকবও !!!!!!!!আবার এরাই যখন প্রতিবাদী হয়ে ইসরাইলকে প্রতিরোধ করবে তখন আমরাই এদেরকে জংগি বলে সরব হব।[এটইতো নিয়ম].
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৮